ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা সবাই চায়। তবে তার জন্য এখন থেকেই পরিকল্পনা করা জরুরী। কারণ সঞ্চয়ই হতে পারে একমাত্র হাতিয়ার। আর এই সঞ্চয়ের দুনিয়ায় ভারতীয় পোস্ট অফিস (Post Office Scheme) এমন সব অফার নিয়ে হাজির হয়েছে, যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন।
আপনি যদি বিবাহিত হন এবং নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান, তাহলে প্রতিবেদনটি আপনার জন্যই।কারণ স্বামী-স্ত্রী মিলে বিনিয়োগ করলে কর ছাড়ের সঙ্গে চড়া হারে সুদ এবং ২.৭০ লক্ষ টাকা অতিরিক্ত লাভ পেতে পারেন। কিন্তু কীভাবে? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।
কী সেই স্কিম?
আসলে আমরা কথা বলছি পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে। সহজ ভাষায় বললে, এটি একপ্রকার ফিক্সড ডিপোজিট। ভারতীয় ডাক বিভাগ এই সঞ্চয় প্রকল্পে মোটামুটি ১ থেকে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করার সুযোগ দেয়। তবে সবথেকে লাভজনক হচ্ছে ৫ বছরের এফডি।
সুদের হার
জানা গিয়েছে, এক বছর মেয়াদে ৬.৯%, দুই বছর মেয়াদে ৭%, তিন বছর মেয়াদে ৭.১% এবং পাঁচ বছর মেয়াদে ৭.৫% হারে সুদ দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। আর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই একই হারে সুদ বজায় থাকবে।
তবে অনেকেই সঞ্চয়ের ব্যাপারে একা সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু যদি দম্পত্তি হিসেবে যৌথভাবে বিনিয়োগ করা যায়, তাহলে সেই ফান্ড আরো মোটা অংকে পরিণত হয়। ধরুন, আপনি এবং আপনার স্ত্রী দুজনেই ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা পাঁচ বছরের পোস্ট অফিসের এফডিতে বিনিয়োগ করলেন।
এবার পাঁচ বছর মেয়াদে পোস্ট অফিসের এই এফডিতে আপনি ৭.৫% হারে সুদ পাবেন। আর যদি ৬ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে পাঁচ বছর পর আপনি হাতে পাবেন ৮,৬৯,৯৬৯ টাকা। অর্থাৎ, আপনার সুদ থেকেই আয় হবে ২,৬৯,৯৫৯ টাকা।
আর সবথেকে বড় কথা, এই পাঁচ বছরের মেয়াদী এফডি আয়কর আইন ৮০সি ধারার আওতায় সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ, এখানে কোনোরকম কর দেওয়া লাগবে না। সঞ্চয়ের সঙ্গে কর ছাড়ের সুবিধাও পাবেন।
আরও পড়ুন: মেয়ের বয়স ২১ হলেই মিলবে ৭১ লক্ষ টাকা! কেন্দ্র সরকার নিয়ে এল সেরা স্কিম
অ্যাকাউন্ট খোলার নিয়ম
পোস্ট অফিসের স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয় এবং যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য উভয়ের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, ছবি এবং সই করা আবেদন ফর্ম পূরণ করে পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হয়। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজই বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।