সন্তানের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত করতে সমস্ত বাবা-মা চায়। তবে অনেকেই অর্থাভাবে তা করতে পারে না। তবে পড়াশোনা বা বিয়ের খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না। আসলে ব্যাংকে টাকা রাখলে সুদের হার খুবই কম, বাজারে বিনিয়োগ করলেও ঝুঁকি থাকে। আর সেই জায়গাতেই এক অসাধারণ স্কিম রয়েছে—সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSJ Scheme)।
জানা গিয়েছে, এই স্কিমে আপনি যদি মাত্র ১৫ বছর নিয়মিত টাকা জমান, তাহলে মেয়ের বয়স ২১ বছর হলেই আপনি ৭১ লক্ষ টাকার বেশি হাতে পাবেন। তবে কীভাবে? চলুন বিষয়টা আজকের প্রতিবেদনে পুরো জানিয়ে দিচ্ছি।
কোটি কোটি অভিভাবককে নির্ভরতা এই স্কিম
২০১৫ সালের জানুয়ারি মাসে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া এই প্রকল্পটি ইতিমধ্যেই গোটা দেশের লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যতের কারিগর হয়ে দাঁড়িয়েছে।
একটি রিপোর্ট বলছে, ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৪.১ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর যা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ঠিক কতটা আস্থা অর্জন করেছে।
সুদের হার শুনলে চমকে উঠবেন
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। বর্তমানে ৮.২% হারে সুদ মিলছে, যা অন্য কোনও সঞ্চয় প্রকল্পে কল্পনাও করা যায় না। আর এটি এতটাই শক্তিশালী স্কিম, যে আপনি যদি বছরে ১.৫ লক্ষ টাকা করে ১৫ বছর জমা রাখেন, তাহলে মেয়ের ২১ বছর পৌঁছনোর পরে হাতে পাবেন ৭১,৮২,১১৯ টাকা।
এক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে ২২,৫০,০০০ টাকা। আর সুদ থেকেই আপনি আয় করতে পারবেন ৪৯,৩২,১১৯ টাকা। অর্থাৎ, মেয়াদ পূর্তিতে আপনার হাতে ঢুকবে ৭১,৮২,১১৯ টাকা, যা সম্পূর্ণ করমুক্ত।
সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু সুবিধা
প্রথম কথা, এই স্কিমে মাত্র ২৫০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বোচ্চ বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। সবথেকে বড় ব্যাপার আয়কর আইন ৮০সি-এর আওতায় এখানে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মেলে।
মেয়ের বয়স ১০ বছরের আগেই এখানে অ্যাকাউন্ট খুলতে হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পেরোলে পড়াশোনার খরচ বাবদ ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন। আর মেয়ের ২১ বছর বয়স হলেই সম্পূর্ণ টাকা তোলা যাবে। প্রসঙ্গত সরকারের সমর্থিত স্কিম হয়ায়া য় এখানে কোনোরকম ঝুঁকি নেই।
তবে অক্টোবর, ২০২৪ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এই স্কিমে। এখন থেকে শুধুমাত্র বাবা-মা বা আইনি অভিভাবকই একমাত্র মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবে। যারা আগে অন্য কারও নামে খোলার চেষ্টা করেছেন, তাদের সেই অ্যাকাউন্ট এবার ট্রান্সফার করে নিতে হবে। অভিভাবকের নাম না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: ১৮ হাজার থেকে ৫১,৪৮০ টাকা! অষ্টম পে কমিশনে কর্মীদের বেতন কতটা বাড়বে?
অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
জানা যাচ্ছে, সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে গেলে মেয়ের জন্ম সার্টিফিকেট, বাবা-মায়ের বা অভিভাবকের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স জমা দিতে হয়। তবে নিকটবর্তী কোনও পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আপনি এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন।