দিনের পর দিন ভারতের ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা বেড়েই চলেছ। আর এই ইউপিআই লেনদেন ব্যবস্থা আমাদের জীবনের যেন এক বড়সড় অঙ্গ হয়ে উঠেছে। তবে এবার সেই ব্যবস্থাতেই একাধিক নিয়ম আসছে। ১৬ জুন, সোমবার থেকে ইউপিআই লেনদেনের গতি হবে দ্বিগুণ। এনপিসিআই এবার এবার ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতাকেই বদলে দিচ্ছে।
মাত্র ১৫ সেকেন্ডেই হবে লেনদেন
এখনো পর্যন্ত ইউপিআই-এ টাকা পাঠানো বা গ্রহণ করতে গেলে ৩০ সেকেন্ড সময় লাগতো। অনেক সময় তা নেটওয়ার্কের কারণে আরো বেশি সময় লেগে যেত। তবে নয়া নির্দেশিকা অনুযায়ী এখন মাত্র ১৫ সেকেন্ডে টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে।
আর এই সুবিধাগুলি PhonePe থেকে শুরু করে Google Pay, Paytm, Amazon Pay, BharatPe সহ সমস্ত ইউপিআই-ভিত্তিক অ্যাপে এই নিয়ম প্রযোজ্য হবে বলেই খবর পাওয়া যাচ্ছে।
অ্যাড্রেস ভেরিফিকেশন হবে দ্রুততার সঙ্গে
আগে ইউপিআই আইডি বা অ্যাড্রেস যাচাই করতে কমপক্ষে ১৫ সেকেন্ড সময় লাগতো। আর এখন সেই কাজও ১০ সেকেন্ডে শেষ হবে বলে জানা যাচ্ছে। ফলে পেমেন্ট হবে আরো দ্রুত এবং ঝামেলাও অনেকটা কম।
১ আগস্ট থেকে নতুন নিয়ম
তবে এই দ্রুততার পাশাপাশি এবার ইউপিআই অ্যাপে এমন কিছু নিয়ন্ত্রণ আসছে, যার জন্য প্ল্যাটফর্মগুলির ভারসাম্য আরো বজায় থাকবে। প্রথমত ব্যালেন্স চেকের ক্ষেত্রে এবার নিয়ম আনা হচ্ছে। এতদিন দিনে যতবার ইচ্ছা ব্যালেন্স চেক করা যেত। তবে এবার সেই সীমা ৫০ বারে আনা হচ্ছে। এমনকি প্রতিদিন ২৫টি লিংকড অ্যাকাউন্ট দেখা যাবে বলেই খবর।
আরও পড়ুন: বহুদিন ধরে বন্ধ থাকা অ্যাকাউন্ট নিয়ে বিরাট নিয়ম RBI-র! থাকলেই জানুন
লেনদেন ব্যর্থ হলেও দ্রুত চেক করার সুবিধা
আগে কোনোরকম লেনদেন আটকে গেলে অ্যাপ্লিকেশনগুলিকে অন্তত ৯০ সেকেন্ড সময় অপেক্ষা করতে হতো লেনদেন সফল হয়েছে কিনা তা যাচাই করার জন্য। আর এখন সেই সময় সীমা কমিয়ে ৪৫ থেকে ৬০ সেকেন্ড আনা হচ্ছে। এর মধ্যেই চেক প্রক্রিয়া শুরু করা যাবে। এর ফলে কোনও ব্যার্থ লেনদেনের ক্ষেত্রে দ্রুত রিফান্ড পাওয়া যাবে।