ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার বিরাট পদক্ষেপ (RBI Action) নিল দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কের উপর। হ্যাঁ, নিয়ম লঙ্ঘনের কারণে ব্যাঙ্কটির উপর আরোপ করা হয়েছে এবার ৬৩.৬০ লক্ষ টাকা জরিমানা। তবে প্রশ্ন উঠছে, কী এমন নিয়ম লঙ্ঘন করেছিল এই ব্যাঙ্কটি?
কী নিয়ম ভেঙেছে ইউনিয়ন ব্যাঙ্ক?
ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, মার্চ ৩১, ২০২৩ এবং মার্চ ৩১, ২০২৪-এ ব্যাংকের আর্থিক অবস্থান সংক্রান্ত বেশ কিছু অনিয়ম ধরা পড়েছিল। আর এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো-
- DEAF-এ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে অর্থ জমা দেওয়ার কথা ছিল, তারা তা পূরণ করতে পারেনি।
- কৃষি ঋণের ক্ষেত্রে যেখানে ১.৬০ লক্ষ টাকার মধ্যে গ্যারান্টি ছাড়ে ঋণ দেওয়া হয়, সেখানে এই ব্যাংক কিছু ক্ষেত্রে মর্টগেজ চেয়েছিল, যা রিজার্ভ ব্যাংকের নিয়মের বাইরে।
আর এই নিয়ম ভাঙার কারণে রিজার্ভ ব্যাংক এই ব্যাংকটিকে নোটিশ পাঠায়। এমনকি ব্যাংকের ব্যাখ্যা ও বক্তব্য শোনার পর আরবিআই সিদ্ধান্ত নেয় যে, এই নিয়ম লঙ্ঘন অপরাধযোগ্য। ফলে জরিমানা হিসেবে ৬৩.৬০ লক্ষ টাকা চাপিয়ে দেওয়া হয়।
আগেও জরিমানার মুখে পড়েছিল এই ব্যাংক
তবে জানিয়ে রাখি, এটি প্রথমবার নয়। এর আগেও ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউনিয়ন ব্যাংকের উপর মোটা অংকের জরিমানা চাপিয়েছিল। মাত্র ১ সপ্তাহ আগে নোংরা নোট পাঠানো এবং এটিএম থেকে নগদ টাকা তোলার ত্রুটি সংক্রান্ত ইস্যুতে এই ব্যাংকের উপর ১.৬৬ লক্ষ কোটি টাকা জরিমানা চাপিয়েছিল ডিজার্ভ ব্যাংক।
আরও পড়ুন: এবার UPI পেমেন্ট করলেই কেটে নেবে বাড়তি টাকা! লাগু হচ্ছে MDR চার্জ
শেয়ারবাজারে ব্যাংকের পারফরম্যান্স
তবে এই জরিমানার খবর আসার পরেও ব্যাংকের শেয়ারে সেরকম কোনও প্রভাব পড়েনি। বর্তমানে ব্যাংকের শেয়ারের দাম ১৪০.৪০ টাকা, যা গত বৃহস্পতিবারের তুলনায় ০.২৫% ঊর্ধ্বগতি।
এদিকে ২০২৪ সালের জুন মাসে এই শেয়ার সর্বোচ্চ ১৭২.৪৫ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। আবার ২০২৫ সালের জানুয়ারি মাসে শেয়ার নেমে গিয়েছিল ১০০.৭৫ টাকা পর্যন্ত, যা সবথেকে কম। এমনকি মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সরকারের এই ব্যাংকটির এখন মোট মূলধন প্রায় ১,০৭,১৭৫.৮২ কোটি টাকা।
তবে জরিমানা যতই হোক না কেন, আর্থিক দিক থেকে ইউনিয়ন ব্যাংক এখনও শক্তপোক্ত জায়গায় রয়েছে। কারণ ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ব্যাংকটির নেট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৪৯৮৫ কোটি টাকা, যেখানে বিগত বছরের একই সময় ছিল মাত্র ৩৩১১ কোটি টাকা।