Vi এবং BSNL এবার একসাথে মিশে যাচ্ছে! গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলিকম দুনিয়া জন্য এবার ঝড় নামছে। ভোডাফোন আইডিয়া (Vi) নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। জানা যাচ্ছে, এবার BSNL-এর সঙ্গে এক হতে চলেছে (Vi-BSNL) ভারতের এই বেসরকারি টেলিকম সংস্থা। সম্প্রতি সুপ্রিম কোর্টের মামলায় Vi-এর বকেয়া মুকুবের আবেদন খারিজ করে দেওয়ার জন্য এই আলোচনা আরো কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

বিপদের মুখে পড়েছে ভোডাফোন আইডিয়া

টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ভোডাফোন আইডিয়ার মোট AGR বাবদ ঋণের পরিমাণ ৮৩,৪০০ কোটি টাকা। আর এর মধ্যে বকেয়া রয়েছে ১২,৭৯৭ কোটি টাকা এবং সুদ ২৮,২৯৪ কোটি টাকা। এমনকি জরিমানা হয়েছে ৬০১২ কোটি টাকা। আর জরিমানার উপর আরো সুদ চাপানো হয়েছে ১১,১৫১ কোটি টাকা।

আর এই বিরাট পরিমাণ আর্থিক চাপের মধ্যে পড়ে ভোডাফোন আইডিয়ার একেবারে টালমাটাল অবস্থা। গ্রাহক সংখ্যা তো এমনিতেই কমছে। আর যখন জিও, এয়ারটেলের মত সংস্থাগুলি একের পর এক আকর্ষণীয় প্ল্যান বাজারে নিয়ে আসছে, তখন ভোডাফোন আইডিয়া প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

ভোডাফোন আইডিয়া কি সরকারি হতে চলেছে?

Vi-র এই সংকটজনক পরিস্থিতির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক চমক দেওয়া তথ্য। জানা যাচ্ছে, ভোডাফোন আইডিয়ার ৪৯% শেয়ার ইতিমধ্যেই কেন্দ্র সরকার কিনে নিয়েছে। আর এই জায়গায় প্রশ্ন উঠছে, তাহলে ভোডাফোন আইডিয়া কি তবে সম্পূর্ণ সরকারি সংস্থায় পরিণত হবে?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি কেন্দ্র সরকার বাকি শেয়ারটুকু কিনে নেয়, তাহলে ভোডাফোন আইডিয়াকে এবার সরাসরি BSNL-র সঙ্গে জুড়ে দেওয়া হবে। আর যদি এমনটা হয়, তাহলে দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় তৈরি হতে পারে BSNL-Vi।

আরও পড়ুন: ৫০ টাকা করে জমালেই পাবেন ৩৫ লক্ষ টাকা, পোস্ট অফিসের সেরা স্কিম

এই সংযুক্তির ফলে কী প্রভাব পড়বে?

যদি ভোডাফোন আইডিয়া এবং BSNL একসঙ্গে জুড়ে যায়, তাহলে একদিকে যেমন BSNL প্রযুক্তিগত অবকাঠামোতে উন্নয়ন করতে পারবে, অন্যদিকে ভোডাফোন আইডিয়া পাবে সরকারের আর্থিক সহায়তা। আর এর ফলে গ্রাহক পরিষেবার মান এবং নেটওয়ার্ক সম্প্রসারণে বিরাট পরিবর্তন আসবে, তা বলার অপেক্ষা রাখে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে অন্যদিকে একবার যদি ভোডাফোন আইডিয়া পুরোপুরি সরকারি হয়, তাহলে দেশের টেলিকম বাজারে শুধুমাত্র দুইটি বেসরকারি প্রতিদ্বন্দ্বী থাকবে। আর তা হল জিও এবং এয়ারটেল। গলে টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, যা গ্রাহকদের জন্য খুব একটা সুবিধা নাও হতে পারে। এখন দেখার ভবিষ্যতে কী হয়।

Leave a Comment