ভারতের সাধারণ মানুষের জীবনে নিত্য ব্যবহৃত রেশন কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই তিনটি ক্ষেত্রেই ১৫ই মে থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পরিবর্তনের লক্ষ্য সরকারি পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তোলা। চলুন দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আনা হচ্ছে।
রেশন কার্ডে বড়সড় পরিবর্তন
সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে। প্রথমত আধার লিঙ্কিং করতে হবে, যার শেষ সময় ১৫ই মে। এটি না করলেই রেশন বন্ধ হয়ে যাবে। এমনকি বায়োমেট্রিক যাচাইকরণ এবং ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে ১৫ই মের মধ্যে। আর যদি এগুলো না করেন, তাহলে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হবে।
শুধু তাই নয়, গ্রামীন এলাকায় রেশন পেতে গেলে সর্বোচ্চ আয় হতে হবে বছরে ১.২০ লক্ষ টাকা, শহরে ১.৫০ লক্ষ টাকা এবং মহানগরে ১.৮০ লক্ষ টাকা। এমনকি বিশেষ সুবিধা থাকছে বিধবা, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য।
গ্যাস সিলিন্ডারে নয়া নিয়ম
সরকারের নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং, সাবসিডি এবং ডেলিভারির পদ্ধতিতেও আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে বিপিএল পরিবাররা ৩০০ টাকা সাবসিডি পাবে, মধ্যবিত্ত পরিবাররা ২০০ টাকা সাবসিডি পাবে এবং উচ্চবৃত্ত পরিবাররা কোনরকম সাবসিডি পাবে না।
এও জানা যাচ্ছে, এবার থেকে প্রতিমাসে সর্বোচ্চ দুটি করে সিলিন্ডার বুকিং করা যাবে। এমনকি বছরে সর্বোচ্চ ১৫ টি সাবসিডি যুক্ত সিলিন্ডার নেওয়া যাবে। শুধু তাই নয়, কেওয়াইসি এবং মোবাইলে ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে।
ব্যাংক অ্যাকাউন্টে কড়াকড়ি
১৫ই মে থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসছে বড়সড় পরিবর্তন। প্রথমত, আধার লিঙ্কিং, মোবাইল নাম্বার আপডেট, এগুলি সবই ১৫ই মের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে ৩০শে জুনের মধ্যে এবং কেওয়াইসি আপডেট করতে হবে।
আরও পড়ুন: হটাৎ করেই গরমের ছুটি কমিয়ে আনলো নবান্ন! দেখুন রাজ্যের নয়া নির্দেশ
এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়ম আনা হয়েছে। এবার থেকে শহরে এলাকায় সেভিংস অ্যাকাউন্টে ২০০০ টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে ১০,০০০ টাকা, গ্রাম্য এলাকায় সেভিংস অ্যাকাউন্টে ৫০০ টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে ৩০০০ টাকা এবং আধা শহরে এলাকায় সেভিংস অ্যাকাউন্টে ১০০০ টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে ৫০০০ টাকা রাখতে হবে।
এই পরিবর্তনগুলি ভারতের সরকারি পরিষেবাগুলিকে আগামী দিন আরও উন্নত করার জন্যই নেওয়া হয়েছে। একদিকে যেমন স্বচ্ছতা বাড়ছে, অন্যদিকে ডিজিটাল পরিষেবার মান উন্নত হচ্ছে। তাই অবশ্যই ১৫ই মে থেকে এই নিয়মগুলি সম্পর্কে অবগত থাকবেন।