যারা গ্রামের দিনমজুর, ক্ষুদ্র কৃষি কিংবা কোন অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য এবার বড়সড় সুখবর। রাজ্য সরকার এবার ফ্রি রেশন কার্ড (Free Ration Card) প্রকল্প নিয়ে আসলো। হ্যাঁ, এই কার্ড হাতে পেলেই মিলবে বিনামূল্যে চাল, গম সহ বিভিন্ন রেশনের পণ্য। আর যেগুলি অতীতে অমীমাংসিতভাবে খরচ হতো, তা এবার থাকবে শূন্য মূল্যে।
কেন এই ফ্রি রেশন কার্ড চালু হল?
কেন্দ্র সরকার প্রতি মাসে NFSA-এর আওতায় অধিকাংশ নাগরিককে তেল, চিনি, ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকে। তবে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আর এ কারণেই গ্রামীন দরিদ্রদের আর্থিক বোঝা কমাতে রাজ্য সরকার একধাপ এগিয়েছে এবং চালু করা হচ্ছে ফ্রি রেশন কার্ড।
কারা কারা পাবেন এই সুবিধা?
প্রথমত যারা দরিদ্র সীমার নীচে বসবাস করে, সেই সমস্ত গ্রামীণ পরিবার এই রেশন কার্ডের সুবিধা পাবে। এছাড়া NFSA-এর আগে থেকে অন্তর্ভুক্ত বিপিএল কার্ডধারীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। পাশাপাশি যারা কৃষি শ্রমিক, দিনমজুর বা ক্ষুদ্র স্বনির্ভর জীবিকা দিয়ে দিন চালায়, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে।
ফ্রি রেশন কার্ডের সুবিধা
প্রথমত ফ্রি রেশন কার্ডে প্রতি মাসে চাল, গম বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া অন্যান্য পণ্য যেমন ডাল, তেল, চিনি, সোয়াবিন ইত্যাদি থাকবে সরকারের দরে। এতে বাজার মূল্যের তুলনায় দুই-তিন গুণ টাকা সাশ্রয় হবে। এছাড়া এখানে দলিলপত্রের কোনরকম ঝামেলা নেই। কেবল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই হবে।
কীভাবে নাম লেখাবেন?
ফ্রি রেশন কার্ডের সুবিধা পেতে গেলে নিকটবর্তী কোন রেশন দোকানে অথবা জেলা খাদ্য অফিসে যেতে হবে। এর জন্য বিপিএল প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামের ঠিকানার প্রমাণপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে। সেখানে গিয়ে ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপর ৭ থেকে ১০ দিনের মধ্যে কার্ড দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সিলিন্ডার পিছু ২৭৫ টাকা! এলপিজি গ্রাহকদের জন্য রাজ্য সরকারের বিরাট ঘোষণা
তালিকায় নাম আছে কিনা কীভাবে চেক করবেন?
বিনামূল্য রেশন তালিকায় আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।-
- প্রথমে NFSA-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর মেনু থেকে “Ration Card Holder List” সিলেক্ট করুন।
- এরপর রাজ্য, জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি নির্বাচন করুন।
- এবার প্রদত্ত পিডিএফে নিজের বা পরিবারের সদস্যদের নাম খুঁজে বার করুন।
- যদি নাম না পান, তাহলে সংশোধনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন।