ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যা ব্যাংক কর্মীদের জন্য বেশ হতাশাজনক। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিনে নিরবিচ্ছিন্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে আগামী ৩১শে মার্চ সব এজেন্সির ব্যাংকের সমস্ত শাখা খোলা রাখার নির্দেশ জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। অর্থাৎ, ওই দিন ছুটি থাকলেও সরকারিভাবে সেই ছুটি বাতিল করা হয়েছে।
কেন এমন সিদ্ধান্ত নিল RBI?
প্রসঙ্গত ৩১শে মার্চ পড়েছে সোমবার। সেদিন রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) অনুষ্ঠিত হবে। হিমাচল প্রদেশ ও মিজোরাম ছাড়া দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই দিন ছুটি থাকে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক চায় ওই দিন সরকারি লেনদেন যাতে কোনো রকম ভাবে ব্যাহত না হয়। তাই ব্যাংকিং পরিষেবা সচল রাখতে এজেন্সি ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্ধবর্ষের শেষ দিন হওয়ায় সরকারি আয়-ব্যয়, আয়কর প্রদান, পেনশন বিতরণ, সরকারি প্রকল্পের লেনদেন ইত্যাদি চাপ ব্যাংকে একটু বেশিই থাকে। তাই সবকিছু সময়মতো সম্পন্ন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। অর্থাৎ, ওইদিন ব্যাংক খোলা থাকবে এবং গ্রাহকরা তাদের আর্থিক কাজ অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই করতে পারবে।
৩১শে মার্চ কী কী পরিষেবা পাওয়া যাবে?
- এইদিন আয়কর, জিএসটি, কাস্টমস ও এক্সাইজ ডিউটি জমা দেওয়া যাবে।
- এছাড়া সরকারি প্রকল্পের অর্থ বিতরণ, বেতন, পেনশন সংক্রান্ত সমস্ত লেনদেন চালানো সম্ভব হবে।
- পাশাপাশি অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: রান্নার সময় এই ৭টি জিনিস ভুলেও ব্লেন্ডারে দেবেন না, এগুলি দিলেই হতে পারে ভয়ঙ্কর বিপদ
গ্রাহকদের জন্য সুবিধা
ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ গ্রাহকদের জন্য একটি ইতিবাচক দিক। কারণ অনেক সময় সরকারি লেনদেনের শেষ মুহূর্তে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। RBI-এর এই সিদ্ধান্তের ফলে মানুষ সহজেই তাদের আর্থিক কাজ সম্পন্ন করতে পারবে। তবে ব্যাংক কর্মীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।