নতুন বছরে Vi নিয়ে আসলো ননস্টপ হিরো প্ল্যান, আনলিমিটেড ডেটার সাথে মিলবে একগুচ্ছ সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বছরের শুরুতে গ্রাহকদের আকর্ষণ করতে একটি ধামাকাদার প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভোডাফোন আইডিয়া (Vi)।, প্রতিনিয়ত জিও এবং এয়ারটেলের মত টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে পারে এবার ভোডাফোন আইডিয়া (Vi)-এর এই ননস্টপ হিরো নামের বিশেষ প্ল্যান।

এই প্ল্যানটি বাজারের অন্যান্য প্ল্যানের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এটি গ্রাহকদের জন্য আনলিমিটেড ডাটা, ভয়েস কল এবং SMS এর সুবিধার পাশাপাশি একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্রদান করবে।

ননস্টপ হিরো প্ল্যানে কি কি সুবিধা থাকছে?

ভোডাফোন আইডিয়ার এই ননস্টপ হিরো প্ল্যানে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  1. আনলিমিটেড 4G ডাটা- রিচার্জের সময়সীমার মধ্যে গ্রাহকরা কোনো সময় ডেটার অভাব অনুভব করতে পারবে না। কারণ এই রিচার্জ প্ল্যানটিতে কোনরকম ডেটার লিমিট নেই। সম্পূর্ণ আনলিমিটেড ডেটা প্রদান করা হবে। 
  2. আনলিমিটেড ভয়েস কল- যে কোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং করা যাবে একদম বিনামূল্যে।
  3. আনলিমিটেড SMS- রিচার্জের মেয়াদের সঙ্গে SMS এর কোনো রকম সীমা নেই। আনলিমিটেড SMS পাঠানো যাবে। 
  4. OTT সাবস্ক্রিপশন- এই প্ল্যানে অন্তর্ভুক্ত থাকবে ডিজনি+ হটস্টার, সোনি লিভের মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন। 

প্ল্যানের মূল্য এবং মেয়াদ

ননস্টপ হিরো প্ল্যানটি গ্রাহকদের বাজেট এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যে পাওয়া যাবে। প্ল্যানগুলি হল-

  • ৩৬৫ টাকায় ২৮ দিনের মেয়াদ থাকবে।
  • ১১৯৮ টাকায় ৮৪ দিনের মেয়াদ থাকবে।

এই প্ল্যানগুলোর মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন সমস্ত পরিষেবা, যা ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি পারিবারিক ব্যবহারের জন্য প্রযোজ্য। তবে বাণিজ্যিক কাজে এই প্ল্যানটি ব্যবহার করা যাবে না। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে কোথায় এই প্ল্যান উপলব্ধ?

ননস্টপ হিরো প্ল্যানটি আপাতত ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু করা হয়েছে। এই প্ল্যান বর্তমানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় রাজ্যে চালু করা হয়েছে। 

বাংলার গ্রাহকদের জন্য কবে আসবে এই সুবিধা?

এই প্ল্যানটি পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য কবে থেকে উপলব্ধ করা হবে? এটি এখনো ভোডাফোন আইডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কোন রকম বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়নি। তবে এই প্ল্যানের জনপ্রিয়তার কথা বিবেচনা করে আশা করা যায় শীঘ্রই এই প্ল্যানটি বাংলাতেও চালু করা হবে। 

আরও পড়ুন: মাত্র ২ টাকায় ১ GB ডেটা দিচ্ছে জিও, এয়ারটেল ও ভোডাফোনকে এবার টেক্কা দিল Jio

ননস্টপ হিরো প্ল্যানটি ভোডাফোন আইডিয়ার একটি দারুন উদ্যোগ, যা গ্রাহকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে আনলিমিটেড ডাটা এবং OTT সাবস্ক্রাইবশনের সুবিধা গ্রাহকদের খুবই সুবিধাজনক হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি প্ল্যানটি এয়ারটেল ও জিওর মতো বড় টেলিকম সংস্থাগুলির প্রতিযোগিতার কারণ হয়ে উঠতে পারে এটা বলাই যায়।

Leave a Comment