ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে প্যান কার্ড ব্যবহার করা হয়। ব্যাংকিং সেক্টর থেকে বড় আর্থিক লেনদেন, কর ফিনান্সিং সহ নানা কাজে এই ডকুমেন্ট অপরিহার্য। এবার কেন্দ্রীয় সরকার প্যান কার্ড নিয়ে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে, যা দেশের আর্থিক ব্যবস্থাকে আরো উন্নত করবে এবং সুরক্ষিত করে তুলবে।
প্যান কার্ডে বড় পরিবর্তন: চালু প্যান ২.০
কেন্দ্রীয় সরকার নতুন প্রযুক্তি ব্যবহার করে পুরনো প্যান কার্ড বাতিল করে প্যান ২.০ প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্যান সিস্টেমকে আরো আধুনিক, সুরক্ষিত এবং ডিজিটালাইজ করা।
প্যান্ট ২.০-এর বৈশিষ্ট্য
কেন্দ্রীয় সরকারের চালু করা প্যান ২.০-তে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি গ্রাহকরা পাবেন সেগুলি হল-
১. ডিজিটাল ইন্টিগ্রেশন
নতুন এই প্যান ব্যবস্থায় প্যান কার্ডকে আধার কার্ড এবং অন্যান্য ডিজিটাল পরিচয়পত্রের সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত করা যাবে। এর জন্য আলাদা কোন আবেদনের প্রয়োজন হবে না।
২. উন্নত প্রযুক্তি
নতুন প্রযুক্তির মাধ্যমে প্যান কার্ড ব্যবস্থাকে সাইবার নিরাপত্তা এবং ডাটা এনক্রিপশন এর মাধ্যমে আরো সুরক্ষিত রাখা হবে। এছাড়া প্যান কার্ডে একটি আধুনিক কিউআর কোড বসানো হবে, যা সমস্ত তথ্যকে সংরক্ষিত করে রাখবে।
৩. সহজ আর্থিক লেনদেন
প্যান ২.০ প্রকল্পের ফলে বড় আর্থিক লেনদেন এবার থেকে আরও সহজ এবং দ্রুত সম্ভব হবে।
প্রকল্পের জন্য ব্যয় এবং লক্ষ্য
প্যান ২.০ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের মোট ১৪৩৫ কোটি টাকা ব্যয় হবে। প্যান কার্ড ব্যবস্থাকে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আরো কার্যকরী এবং সহজলভ্য করে তোলাই প্যান ২.০ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্যান কার্ড আপডেট করার সুযোগ
প্যান ২.০ চালু হওয়ার আগে ব্যবহারকারীদের প্যান কার্ডে পুরনো বা ঝাপসা ছবি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
কীভাবে প্যান কার্ডের ছবি আপডেট করবেন?
প্যান কার্ডের ছবি আপডেট করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
- প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ছবি পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন করুন।
- এরপর নিজের সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- ছবি আপডেট করতে ১০১ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
- অনলাইন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রটি প্রিন্ট করে আয়কর প্যান পরিষেবা ইউনিটে পাঠিয়ে দিন।
- আবেদন জমা দেওয়ার পর ১৫ সংখ্যার একটা রেফারেন্স নাম্বার পাওয়া যাবে, যা দিয়ে প্যান কার্ডের আপডেট স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।
আরও পড়ুন: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু হল নতুন নিয়ম, এই মহিলারা আর টাকা পাবেন না
প্যান ২.০ প্রকল্প আর্থিক ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। এটি শুধু ব্যবহারকারীদের অভিজ্ঞতায় উন্নত করবে না, বরং সাইবার নিরাপত্তা এবং লেনদেনকে আরো সুরক্ষিত করবে। প্যান কার্ডের কোন তথ্য যদি পুরনো হয় বা ছবি ঝাপসা থাকে তাহলে আজই আপডেট করুন।