লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি বড় আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করেছেন। তাহলে কি আবার টাকা বাড়ালেন মমতা সরকার? কিছুদিন আগেই এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে কি এবার সেই কথাই শুনে নিলেন তিনি? রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে কোন উদ্যোগ মমতার?
আর্থিক সহায়তার পরিমাণ
- তফসিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা পাবেন।
- অন্যান্য মহিলারা প্রতি মাসে 1000 টাকা পাবেন।
- রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় 48,490 কোটি টাকা ব্যয় করেছে।
রাজ্য সরকারের নতুন উদ্যোগে আরও খরচ
- আর এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় 54,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে।
- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে 625 কোটি 20 লক্ষ টাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য, যেটি লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছে এবং এটি অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে। এই স্কিমটি অনন্য যে এটি একটি পরিবারের প্রত্যেক মহিলাকে এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করে, এমনকি পরিবারের একাধিক মহিলা থাকলেও সবাই সুবিধা পান।
কী দারুণ ঘোষণা মুখ্যমন্ত্রীর?
- 2024 সালের ডিসেম্বর থেকে, অতিরিক্ত 5 লাখ 7 হাজার মহিলা লক্ষ্মী ভান্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন।
- রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে 2 কোটি 21 লক্ষ।
- এর দরুণ অতিরিক্ত 5,07,000 মহিলা আর্থিক সহায়তা পাবেন।
বিশেষভাবে বিধবা ও বয়স্ক ভাতাও
- জানা গিয়েছে, ডিসেম্বর থেকে 43 হাজার 900 সদ্য বিধবা নারী বিধবা ভাতা পাবেন, এতে মোট 20 লাখ 75হাজার নারী উপকৃত হবেন।
- এছাড়াও 19,000 বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আরও পড়ুন: কৃষকবন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু! কীভাবে চেক করবেন আপনার টাকা এসেছে কিনা?
আবাসন প্রকল্প
এছাড়াও, রাজ্য সরকার নিজস্ব তহবিল ব্যবহার করে যোগ্য ব্যক্তিদের জন্য 12 লক্ষ বাড়ি তৈরি করবে। এই বাড়ির জন্য প্রথম কিস্তি 15-30 ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আর বাকি থাকবে ২৪ লক্ষ উপভোক্তা। তাদেরও পর পর দেওয়া হবে কিস্তির টাকা।’
বলা বাহুল্য, এই ঘোষণাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার নারীর জন্য দারুণ খবরই বটে। ওই মহিলাদের আর্থিকভাবে আরও ক্ষমতায়ন করে এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।