লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বড় চমক! ১০০০ টাকা থেকে ২০০০ টাকা করা হচ্ছে ভাতার পরিমাণ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেন। এর মধ্যে সবথেকে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্য করেছে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আয়তায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা মাসিক ১০০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসিক ১২০০ টাকা ভাতা পেয়ে থাকেন। 

সম্প্রতি বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের এক প্রধান নেতা বিজনবন্ধু বাগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও আর্থিক সহায়তা বৃদ্ধির ইঙ্গিত প্রকাশ করেন। তার বক্তব্য অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনের আগেই এই অনুদানের পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে। এই ঘোষণার পরেই গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। 

বিজয় সম্মিলানিতে টাকার পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত 

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে বিজনবন্ধু বাগ জানান, আগামী নির্বাচনে অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা বাড়ানো হবে এবং মহিলাদের মাসিক ২০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে, যা তাদের আরো আর্থিকভাবে সচ্ছল ও জীবনযাপন সুন্দর করে তুলতে সাহায্য করবে। 

তবে এই ঘোষণার পর একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি সরকারের কোন দায়িত্বে না থাকলেও কিভাবে এমন সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন এ নিয়ে প্রশ্ন উঠছে সবার মুখে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা। যার ফলে এই ঘোষণাকে আরো আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক্ষীর ভান্ডার প্রকল্পের ভোট ব্যাংক প্রভাব 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু করেছিল তখন অসংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন মাসিক ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন মাসিক ১০০০ টাকা। তবে এই প্রকল্পটি ধীরে ধীরে জনপ্রিয়তা পায় এবং এরপর আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়। এখন এই অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ১০০০ টাকা এবং ১২০০ টাকা।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রকল্প তৃণমূলের ভোট ব্যাংককে আরো শক্তিশালী করে তুলতে সাহায্য করছে এবং আগামীতে ভোট বেশি পাওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পের আরো জনপ্রিয়তা বাড়ানো হবে। 

আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ার হতে চান? জানেন রাজ্যে মোট কত সিভিক ভলেন্টিয়ার? তাদের বেতন, যোগ্যতাই বা কি?

সরকারিভাবে নিশ্চিতকরণের অপেক্ষা 

তবে লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ইঙ্গিত করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই আর্থিক সহায়তা বৃদ্ধি করা হতে পারে, যা তৃণমূলের জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে।

এবার দেখার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সত্যিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয় কিনা।

Leave a Comment