Bangla Awas Yojana Second Survey: বাংলা আবাস যোজনার আওতায় পাকা বাড়ির নির্মাণের লক্ষ্যে করা আবেদনের মধ্যে প্রায় সাড়ে ৩ লক্ষ আবেদন ইতিমধ্যেই বাতিল হয়েছে। প্রকৃত প্রাপ্যদের হাতে সুবিধা পৌঁছানোর উদ্দেশ্যে রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে সমীক্ষার উদ্যোগ নিয়েছে।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে কেন্দ্র সাহায্য না করলেও রাজ্যের তহবিল থেকে ডিসেম্বর মাস থেকেই প্রাপ্তদের ব্যাঙ্কে বাড়ি নির্মাণের অর্থ প্রদান করা হবে।
আবেদন বাতিলের প্রধান কারণ
সরকারের পক্ষ থেকে আবেদনের যাচাই-বাছাইয়ের মোট ১১ টি শর্ত নির্ধারণ করা হয়েছিল। এই শর্তগুলির মধ্যে যেকোনো একটি শর্ত অসম্পূর্ণ হলে আবেদন বাতিল করা হচ্ছে। এর মধ্যে প্রধান কারণগুলি হল-
- উপভোক্তার আগে থেকেই পাকা বাড়ি রয়েছে,
- উপভোক্তার বাড়িতে ব্যক্তিগত তিন বা চার চাকার গাড়ি রয়েছে,
- উপভোক্তার কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি রয়েছে,
- পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী,
- পরিবারের কোনো সদস্যের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি,
- পরিবার আয়কর প্রদান করে,
- ২.৫ একরের বেশি সেচযোগ্য জমির মালিক ওই উপভোক্তা,
- ৫ একরের বেশি সেচবিহীন জমির মালিক ওই উপভোক্তা,
- পরিবারের কেউ আগে আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছিল
এই সমস্ত কারণেই আবেদন বাতিল হয়ে যাচ্ছে। তাই এই প্রকল্পের আওতায় আসতে গেলে এই ১১ টি শর্ত অবশ্যই মানতে হবে।
যাচাই প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি
পঞ্চায়েত দপ্তরের সচিব পি উল্গানাথান জানিয়েছেন, ৩৬ লক্ষের বেশি আবেদন পুনরায় যাচাইয়ের প্রক্রিয়াধীন রয়েছে। অক্টোবরের মধ্যে এই সমীক্ষার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে সেটি সম্ভব হয়নি।
এরমধ্যে প্রায় ১৫ লক্ষ বাড়ির সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই প্রক্রিয়া আগামী ১৪ই নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এটাই আশা করা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই সার্ভের বিষয়টি বিবেচনা করেই চালাতে হবে। অনেক ক্ষেত্রে আবেদনকারীদের বাড়ির কিছু অংশ পাকা হলেও বেশিরভাগ কাঁচা অবস্থায় রয়েছে। যার কারণে আবেদন বাতিল করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এই ধরনের আবেদনের পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন এবং সেই সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা করতে বলেছেন।
আরও পড়ুন: পরিবার পিছু ১ টি করে বিনামূল্যে গ্যাস কানেকশন দিচ্ছে সরকার, এই কাগজপত্র থাকলেই পাবেন
আগামী পদক্ষেপ
রাজ্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সমীক্ষা শেষ করে প্রকৃত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাস যোজনার প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে।
সমস্ত যাচাই-বাছাই শেষ হলে প্রাপ্যদের তালিকা তৈরি করে ডিসেম্বর মাসেই এই বাড়ি নির্মাণের অর্থ প্রদান করা হবে।