PM Internship Scheme: বেকাররা পাবে মাসে ৫০০০ টাকা, পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করলেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024 সালের বাজেটে অনেকগুলি প্রকল্প অনুমোদন করেছেন। এরই মধ্যে একটি হল পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme 2024)। এর আওতায় যুবকদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণ সংক্রান্ত পাঁচটি ভিন্ন খাতে সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে। 2 লক্ষ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। এই পিএম ইন্টার্নশিপ স্কিম থেকে যুব ও মহিলারা যে সুবিধা পাবেন, তা দেশের বেকারত্ব কিছুটা হলেও কমিয়ে দেবে, বলে আশা করা হচ্ছে।

সরকার এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে 500 টি শীর্ষ সংস্থায় 1 কোটি যুবককে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই সাথে সকল যুবকদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু সেই 1 কোটি যুবকের মধ্যে কোন কোন যুবক সুযোগ পাবেন? এই স্কিমের জন্য কী কী নথি লাগবে? কীভাবে আবেদন করতে হবে? কোথায় আবেদন করতে হবে? সমস্ত কিছু আজকে জানতে পারবেন। 

পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধা

(১) এই স্কিমের অধীনে 500টি শীর্ষ সংস্থায় 12 মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যার মাধ্যমে প্রকৃত ব্যবসায়িক জগতের অভিজ্ঞতা অর্জন করবেন।

(২) পিএম ইন্টার্নশিপের সময়, যুবকরা যোগাযোগ দক্ষতা, টিম নিয়ে কাজ, সমস্যার সমাধান, সময় ব্যবস্থাপনা এবং নেতৃত্বের মতো দক্ষতা শিখতে পারবেন।

(৩) এই দক্ষতাগুলি যুবকদের ভবিষ্যতে চাকরি পেতে এবং তাঁদের নিজস্ব কর্মসংস্থান করতে সহায়তা করবে।
ইন্টার্নশিপ পারফরম্যান্সের উপর নির্ভর করে, অনেক যুবক ইন্টার্নশিপ শেষ করার পরে কোম্পানিতে স্থায়ী চাকরিও পেতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(৪) পিএম ইন্টার্নশিপের জন্য যুবকদের প্রতি মাসে 5,000 টাকার বেতন দেওয়া হবে।

(৫) সেইসাথে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পরে এককালীন 6,000 টাকা করে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবে এই পিএম ইন্টার্নশিপ স্কিমে?

(১) আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক।

(২) পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করার বয়সসীমা সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 24 বছর হতে হবে।

(৩) এই স্কিমের অধীনে, আবেদনকারী কোনও ভাবেই সরকারি বা বেসরকারি কর্মচারী হলে চলবে না।

(৪) যাদের আইআইটি, আইআইএম, সিএ, সিএমএ যোগ্যতা রয়েছে, তাঁরা এই পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবেন না।

পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদনের জন্য দরকারি নথিপত্র

  • আবেদনকারীর আধার কার্ড।
  • মোবাইল নম্বর।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • দ্বাদশ শ্রেণির মার্কশিট।
  • রেশন কার্ড।
  • ইনকাম সার্টিফিকেট। 
  • ঠিকানার প্রমাণ।
  • বয়সের প্রমানের সার্টিফিকেট।

পিএম ইন্টার্নশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া

PM ইন্টার্নশিপ স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ এই স্কিমটি সম্প্রতি 23 জুলাই 2024-এ বাজেট উপস্থাপন করা হয়েছে। তাই অফিসিয়াল ওয়েবসাইটটি এখনও চালু হয়নি।

Leave a Comment