বেশ কিছুদিন ধরেই 5G স্প্রেকটাম নিলামের কথা শোনা যাচ্ছে। এই স্প্রেকটামের পরেই একটি জল্পনা ক্রমাগত শোনা যাচ্ছিলো যে, এই টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করতে চলেছে।
আর সেই অনুযায়ী বিভিন্ন প্ল্যানের খরচ বাড়ানো হবে বলেও নানান রকম কথা শোনা যাচ্ছিলো, এরপরই দেখা যায় যে, চলতি সপ্তাহের বৃহস্পতিবারে জিও ও এয়ারটেল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে অবিশ্বাস্য রকম ভাবে আর সেই একই লক্ষ্যে অগ্রসর হলো ভোডাফোন ও আইডিয়া।
রিলায়েন্স জিও তার রিচার্জ প্ল্যানগুলির চার্জ বাড়ানোর একদিন পরেই প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যানের জন্য ১০% থেকে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করে দিলো ভোডাফোন ও আইডিয়া।
জিও, এয়ারটেল ও Vi এর রিচার্জ প্ল্যানের এই দাম বৃদ্ধিতে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন দর্শক! কিন্তু এত কিছুর মধ্যেও BSNL কিছুটা স্বস্তির খবর দিলো।
সমস্ত টেলিকম কোম্পানী যখন মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করছে তখন ভারতের টেলিকম সংস্থা বিএসএনএল দাম বৃদ্ধির বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য তো করেই নি, আবার একটি রিচার্জ প্ল্যানে ডেটার পরিমাণ বাড়ানোর ও সিদ্ধান্ত নিয়েছে।
গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে ডবল ডেটা BSNL-এর
BSNL এর ৬৬৬ টাকার একটি রিচার্জ প্ল্যান আছে, এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি হলো ১০৫ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা রোজ ২ জিবি ডেটা পাবেন, এছাড়া ও তারা আনলিমিটেড ভয়েস কল ও ১০০ টি SMS এর সুবিধা পাবেন আর ৩ জিবি অতিরিক্ত ডাটা দেওয়ার কথাও ভেবেছে কোম্পানী। তাদের এই সিদ্ধান্তের বিষয়ে গতকাল এক্স প্লাটফর্মে পোস্ট করে জানিয়েছে তারা। তবে এই সুবিধা উপলব্ধ হবে গ্রাহক বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে।
আরো পড়ুনঃ গ্যাসের দাম ৩১ টাকা কমে গেল! জুলাই মাসে গ্যাসের নতুন দাম কত?
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে অ্যাথেনিয়ান টেক নামের একটি সংস্থার থ্রেট ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী জানা গিয়ে ছিলো যে, বিএসএনএল সংস্থার এই তথ্যটি ফাঁস হয়েছে kiberphantom নামের এক হ্যাকারের দ্বারা আর এই হ্যাকিং কাণ্ডে সেই সংস্থার বিপুল গোপন তথ্য হাতে চলে আসে বলেও জানা যায়।
মোট ২৭৮ জিবির তথ্য চুরি করে সেই হ্যাকার আবার তার প্রমাণ ও সে দিয়ে দিয়েছে। এই তথ্য হ্যাকের ফলে প্রচুর গ্রাহক রীতিমতো আতঙ্কে ভুগছেন নিজেদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায়।