১ বার টেট পাশ করতে পারলেই হলো, পাওয়া যাবে বিশেষ এই সুবিধা, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনিও কি টেট পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যেই? কিংবা পরীক্ষাটি দেবেন ভাবছেন বা প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনাকে একটি সুখবর দিতে চলেছে।

টেট প্রার্থীদের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসেছে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথাও। এবার আজীবনের জন্য টেট পাস করলেই একটি বড় সুবিধা দিতে চলেছে SSC।

18 জুন তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করে SSC জানিয়েছে যে, প্রত্যেক উচ্চ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের লাইফটাইম সার্টিফিকেট দেওয়া হবে। সারাজীবন ওই সার্টিফিকেটের বৈধতা থাকবে।

এর আগে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের TET পাশ ব্যক্তিদের 7 বছরের জন্য সার্টিফিকেট দিত। পরবর্তীতে সেই নিয়ম বদলে আজীবন করা হয়েছে। এবার সেই একই পথে হাঁটল SSC।

কবে কবে কোথায় কোথায় দেওয়া হবে TET Certificate?

কলকাতায় সল্টলেকের আচার্য সদনের পাশাপাশি বর্ধমানে পূর্বাঞ্চলীয়, বাঁকুড়ায় পশ্চিমাঞ্চলীয়, মালদায় উত্তরাঞ্চলীয়, এবং বারাসাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় দফতর থেকে এই সার্টিফিকেট পাওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিম্নলিখিত তারিখে প্রত্যেক এলাকার প্রার্থীরাই ভাগে ভাগে টেট সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন-

24 জুন থেকে 28 জুন অবধি উত্তর ও পূর্বাংশের প্রার্থীরা সার্টফিকেট পাবেন।

1 জুলাই থেকে 5 জুলাই অবধি পশ্চিম ও দক্ষিণাংশের প্রার্থীরা সার্টিফিকেট পাবেন।

8 জুলাই থেকে 12 জুলাই উত্তর ও দক্ষিণ পূর্বাংশের প্রার্থীরা সার্টিফিকেট পাবেন।

আরো পড়ুন: প্রথমে ১০,০০০ টাকা তারপর ২০,০০০ টাকা তারপর এত টাকা! স্বনিধি লোন প্রকল্পে আবেদন করলেই পাবেন

15 থেকে 19 জুলাই পূর্ব ও পশ্চিমাংশের প্রার্থীরা সার্টিফিকেট পাবেন।

22 থেকে 26 জুলাই দক্ষিণ পূর্ব ও দক্ষিণাংশের প্রার্থীরা সার্টিফিকেট পাবেন।

29 থেকে 31 জুলাই বাকি সমস্ত এলাকার প্রার্থীরা সার্টিফিকেট পাবেন।

Leave a Comment