সময় পায়নি বা করা হয়নি বললে হবেনা। রেশন কার্ডের মাধ্যমে ফ্রির চাল, আটা পাওয়ার জন্য আপনাকে এই কাজটি করতেই হবে। আপনিও যদি একজন রেশন কার্ড হোল্ডার হয়ে থাকেন এবং আপনার রেশন কার্ডের সম্পূর্ণ সুবিধা পেতে চান, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডে এই কাজটি করতে হবে। নাহলে মহা ফাঁপড়ে পড়তে পারেন। কোনও ঝামেলা ছাড়াই আমরা আপনাকে সবটা বলব।
রেশনেও আজকাল দুর্নীতি হচ্ছে। কালো বাজারি বাড়ছে। তাই জালিয়াতি রুখতে এবার অনন্য পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। e-KYC করতে বলা হয়েছে। এটি না করলে রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে। আপনার কাছে বাইরে গিয়ে লাইন দিয়ে e-KYC করার সময় না থাকলে ঘরে বসেও করতে পারেন।
রেশন কার্ড এর e-KYC করার প্রক্রিয়া
রেশন কার্ড ই-কেওয়াইসি সম্পন্ন করতে, আপনাকে নীচে দেওয়া সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে, যাতে আপনাকে আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়।
পদ্ধতি-1: রেশন ডিলারের কাছে যান এবং আপনার রেশন কার্ডের EKyc করিয়ে নিন
এর জন্য, প্রথমে আপনাকে আপনার রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে রেশন ডিলারের কাছে যেতে হবে।
সেখানে যাওয়ার পরে, আপনাকে রেশন ডিলারকে রেশন কার্ড এবং আধার কার্ড দিতে হবে।
এরপর ওই ডিলার আপনার রেশন কার্ড হবে e-KYC করিয়ে দেবেন।
পদ্ধতি-2: ক্যাম্পে গিয়ে আপনার রেশন কার্ড e-KYC করাতে পারেন
রেশন কার্ড EKyc করার জন্য, আপনার সমস্ত রেশন কার্ডধারীদের নিকটতম শিবিরে যেতে হবে, যেখানে আপনাকে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে যেতে হবে।
সেখানে পৌঁছানোর পরে, আপনাকে রেশন ডিলারকে রেশন কার্ড এবং আধার কার্ড দিতে হবে। অবশেষে, তাঁরা আপনার রেশন EKyc করিয়ে দেবেন।
উপরে প্রদত্ত সমস্ত পদক্ষেপ অনুসরণ করে, আপনি সহজেই রেশন কার্ড EKyc সম্পন্ন করতে এবং এর সুবিধাগুলি পেতে পারেন।
আরো পড়ুন: ৪৩৬ টাকা ও ২০ টাকা কেটে নিচ্ছে! কিন্তু কীসের জন্য? ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই জানুন
পদ্ধতি-3: ঘরে বসে করুন রেশন কার্ডের e-KYC
খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের অপশনে ঢুকে চেক ‘Your Ration Card Status’ অপশনটিতে ক্লিক করুন। রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরি নির্ধারণ করে ক্যাপচা পূরণ করে ‘Search’ অপশনে ক্লিক করুন। রেশন কার্ড অ্যাকটিভ দেখালে জানবেন, আপনি রেশন তোলার যোগ্য। যদি ডিঅ্যাক্টিভেট লেখা থাকে তাহলে e-KYC করান নিম্নলিখিত নিয়মে।
1) ওয়েবসাইটে eKYC অপশনে ক্লিক করতে হবে।
2) নতুন একটি পেজ খুললে, Link Aadhaar Deactivated অপশনটিতে ক্লিক করুন।
3) নতুন পেজ খুললে Ration নম্বর সিলেক্ট করে Search করলে Aadhaar End Number বলে একটি অপশনে ক্লিক করলে মোবাইল ফোনে ওটিপি আসলে সেটিও ‘Submit’ করুন।
4) যা যা নথি দিয়েছেন, সব সাবমিট করার আগে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।