অভিভাবকদের ব্যাপক দুশ্চিন্তার অবসান। শেষ দফার ভোটের পর স্কুলে যেতে হবে না। ভোটের রেজাল্টের আগেও স্কুলে যেতে হবে না। নতুন সরকার গঠনের পরের আরও বেশ কিছু দিনও ক্লাস করানো হবে না। বিজ্ঞপ্তি জারি করে সম্প্রতি এমনটাই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতর।
তাহলে কবে খুলছে স্কুল? উত্তরে বলা যেতে পারে, 3 জুনই স্কুল খুলবে। কিন্তু ক্লাস শুরু হবে না। ক্লাস শুরু হতে হতে আরো বেশ কিছু দিন। পড়ুয়াদের স্কুলেও আসতে হবে না। শুধুমাত্র শিক্ষক, শিক্ষিকারা ও শিক্ষা কর্মীরা স্কুলে আসবেন।
রাজ্যের স্কুলে কবে থেকে গরমের ছুটি চলছে?
রাজ্যে তখন তীব্র তাপপ্রবাহ। সামনে লোকসভা ভোটও। এ কারণেই শীঘ্রই স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল।
22 এপ্রিল, সোমবার থেকে রাজ্যে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। 6 মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। সেই ছুটি চলত 2 জুন পর্যন্ত। তবে রাজ্যে ক্রমবর্ধমান গরমের পরিপ্রেক্ষিতে ছুটি ঘোষণা করা হয়েছিল দুই সপ্তাহ আগে থেকেই। কথা ছিল 3 জুন ফের খুলে যাবে স্কুল এবং ক্লাসও শুরু হবে। কিন্তু তা আর হচ্ছে না।
স্কুল খুলে সিলেবাস নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে?
এত ছুটি দেওয়া হলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে ভেবে বাঙালি শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেছিলেন, 22 এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি দেওয়া হলেও আবহাওয়ার উন্নতি হলে তাড়াতাড়ি স্কুল খুলে দেওয়া হোক। কারণ আমরা সবাই জানি স্কুল খুললেই পরীক্ষা।
আর এতদিন স্কুল বন্ধ রাখলে ছোটদের ধারাবাহিক শিক্ষায় ক্ষতি হতে পারে। তাই সব দিক ভেবে শিক্ষা বিভাগ বলেছিল, অতিরিক্ত অনলাইন ক্লাস নেওয়ার জন্য। যাতে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে কোনও অসুবিধা না হয়। স্কুল খুললে হয়ত অনলাইন ক্লাসের বিষয়টাও ভেবে দেখতে পারে শিক্ষা দফতর।
আরো পড়ুনঃ 1 জুন থেকে বদলে যাবে এই 4 টি নিয়ম! না জানলে আজ নাহয় কাল পস্তাবেন
স্কুলে গরমের ছুটি কবে শেষ হচ্ছে ও ক্লাস কবে থেকে শুরু হবে?
রাজ্যের শিক্ষা দপ্তর থেকে আজ অর্থাৎ ২৭ মে একটি বিজ্ঞপ্তি জারি করে গরমের ছুটির সমাপ্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আগামী ৩ জুন থেকে স্কুল খুলে কিন্তু ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস শুরু হবে ১০ জুন থেকে। অর্থাৎ ৩ জুন থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে যাবেন। আগামী ৯ জুনের মধ্যে স্কুলে স্কুলে পঠন-পাঠন এর উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে এবং ১০ জুন থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
শিক্ষা দপ্তরের অফিসিয়াল নোটিশ: Download