পিএম কিসানের ১ টাকাও ঢুকবে না! যদি এই কাজটি না করা হয়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পিএম কিসানের ১৭তম কিস্তির টাকা লোকসভা নির্বাচন চলাকালীনই ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এই টাকা পাওয়ার জন্য আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে। না হলে কিন্তু অনুদানের নিশ্চিত টাকা হাতছাড়া হয়ে যাবে।

দেশ স্বাধীন হ‌ওয়ার ৭৫ বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষি কাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয়। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভাল নয়। সেই পরিস্থিতি বদলাতেই মোদি সরকার প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প বা পিএম কিসান যোজনা (PM Kisan Yojna) চালু করেছে।

সেই প্রকল্পের টাকাই আবার পেতে চলেছেন দেশের প্রায় ১১.৮ কোটি মানুষ। আমরা সকলেই জানি এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু পিএম কিসান যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার চারটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অগ্রিম করতেই হবে। না হলে ১৭ তম কিস্তির অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না।

আরো পড়ুনঃ চাকরি হারিয়েছে ২৫,৭৫৩ জন! মে মাসে তাদের বেতন কি ঢুকবে?

গত ফেব্রুয়ারি মাসে পিএম কিসান যোজনার ১৬তম কিস্তির অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার ১৭তম কিস্তির ২,০০০ টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন সবাই। সুখের খবর সবকিছু ঠিকঠাক চললে মে মাসের মধ্যেই এই অর্থ ঢুকে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

১৭ তম কিস্তির টাকা পাওয়ার জন্য দেশের কৃষকদের চারটি কাজ অগ্রিম করতেই হবে-

১/৪: ব্যাঙ্ক অ্যাকাউন্টে E-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে PMKISAN GOI অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর ফেস অথেন্টিকেশন পদ্ধতির মাধ্যমে নিজের ছবি আপলোড করে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। বা pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে OTP-এর মাধ্যমেও ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়েও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন কৃষকরা। মাথায় রাখবেন ই-কেওয়াইসি প্রক্রিয়া না করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুনঃ DA বেড়েছে অনেক দিন হলো, কিন্তু সরকারি কর্মীদের এখনো চিন্তা দূর হলোনা

২/৪: সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে।

৩/৪: আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) অপশনটি খোলা রাখতে হবে।

৪/৪: PM Kisan পোর্টালে গিয়ে Know Your Status মডিউলের অধীনে আধার সিডিং করতে হবে।

Leave a Comment