বর্তমান বাজারে দাঁড়িয়ে মোবাইল রিচার্জের (Recharge Plan) খরচ হু হু করে বাড়ছে। একদিকে যেমন এয়ারটেল, জিওর মত প্রাইভেট টেলিকম সংস্থাগুলি প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে, আর ঠিক তখন BSNL একে একে বাজারে নিয়ে আসছে চমক দেওয়া সব প্ল্যান।
কারণ এত সস্তা আর সুবিধাতে পরিপূর্ণ প্লান অন্য কোনও টেলিকম সংস্থা দিতে পারছে না। সবথেকে বড় ব্যাপার, আজ এমন একটি প্ল্যানের কথা বলব, যেটিতে আপনি পাবেন পুরো ৬ মাসের ভ্যালিডিটি, তাও মাত্র ৮৯৭ টাকায়। চলুন BSNL-র এই প্ল্যানটি সম্পর্কিত বিস্তারিত জেনে নিই।
BSNL-র ৮৯৭ টাকার স্পেশাল প্ল্যান
জানা যাচ্ছে, BSNL-র এই প্ল্যানটির বৈধতা ১৮০ দিন। অর্থাৎ, একবার রিচার্জ করলেই পুরো ছয় মাস নিশ্চিন্তে সবকিছু উপভোগ করা যাবে। আর প্রতিমাসে গড়ে খরচ পড়বে মাত্র ১৫০ টাকা। আর এই প্ল্যানে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা হল-
- আনলিমিটেড লোকাল এবং STD কলিং-এর সুবিধা পাওয়া যাবে।
- ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধা পাওয়া যাবে।
- দিল্লি এবং মুম্বাইতে MTNL নেটওয়ার্কে ফ্রি কল করা যাবে।
- ৯০ জিবি হাই স্পিড ডাটা পাওয়া যাবে
- ডাটা শেষ হয়ে গেলেও ৪০ kbps স্পিডে ইন্টারনেট চলবে।
- প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস মিলবে।
আর এই প্ল্যানটি বিশেষভাবে তাদের জন্যই উপযোগী, যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন না, কিন্তু দীর্ঘদিন ধরে সিম চালু রাখতে চান এবং মাঝে মাঝে কল বা ডেটার দরকার পড়ে।
কেন এই প্ল্যানগুলি অন্যান্য কোম্পানিগুলির থেকে আলাদা?
বর্তমান সময় দাঁড়িয়ে জিও এবং Vi-এর মত কোম্পানিগুলিও ৬ মাসের প্ল্যান চালু করে রেখেছে। তবে এই প্ল্যানগুলোর দাম এবং সুবিধার তুলনায় BSNL-র প্ল্যান অনেকটাই সাশ্রয়ী। চলুন এই টেলিকম সংস্থাগুলির কিছু প্ল্যান দেখে নিই।
জিওর ২০২৫ টাকার প্ল্যান
জিওর এই প্লানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে তা হল-
- ২০০ দিনের ভ্যালিডিটি মিলবে।
- প্রতিদিন ২.৫জিবি করে ডেটা মিলবে।
- যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা পাওয়া যাবে এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: বদলে গেল এই ব্যাঙ্কের নাম! গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর বদলাবে? IFSC কোড কী হবে?
Vi-এর ১০৪৯ টাকার প্ল্যান
Vi-এর এই প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে তা হল-
- ১৮০ দিনের ভ্যালিডিটি মিলবে।
- ১২ জিবি ডেটা মিলবে এবং ১৮০০ টি এসএমএস মিলবে। পাশাপাশি আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।
- ডেটা শেষ হয়ে গেলে ৫০ পয়সা/MB খরচ পড়বে।
তবে হ্যাঁ, যাদের সেকেন্ডারি সিম রয়েছে এবং কম খরচে সেই সিমটিকে চালু রাখতে চান, তাদের জন্য BSNL-র প্ল্যান সেরা বিকল্প হতে পারে। এমনকি প্রবীণ নাগরিক, যারা মাঝেমধ্যে কল করেন এবং বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন না, তাদের জন্যও এই প্ল্যান সেরা।