৬ দশকের পুরনো আয়কর আইন বদলে ফেলা হচ্ছে, নতুন আয়কর আইনে কী কী সুবিধা মিলবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের আয়কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। ৬ দশকের পুরনো আয়কর আইন পরিবর্তন করে নতুন আইন আনতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। সম্প্রতি নতুন আয়কর বিলকে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১০ই ফেব্রুয়ারি লোকসভায় এই বিল পেশ করবে বলে খবর পাওয়া গেছে।

নতুন আয়কর বিলে কী বদল আসছে?

বর্তমানে দেশজুড়ে ১৯৬১ সালের আয়কর আইন কার্যকর রয়েছে। কিন্তু সেই আইনের নিয়ম কানুন এখনও বেশ জটিল এবং মামলার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। নতুন এই বিলের মাধ্যমে এই সমস্যাগুলি দূর করা এবং করদাতাদের জন্য নিয়মগুলিকে আরো সহজ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। নতুন আয়কর বিলের মাধ্যমে-

  • আয়কর আইনকে আরো সহজ এবং সরল ভাষায় তুলে ধরা হবে।
  • মামলার জট কমানোর জন্য নতুন আয়কর বিলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • আয়কর সংক্রান্ত জটিলতা কাটানোই এখন সরকারের মূল লক্ষ্য। 

কর দাতাদের জন্য সুবিধা

নতুন আয়কর বিলের মাধ্যমে করদাতারা যে সমস্ত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন সেগুলি হল-

  • আয়কর ছাড় পাওয়ার জন্য আর কেন্দ্রীয় বাজেটের উপর নির্ভর করতে হবে না। 
  • করদাতাদের জন্য এই প্রক্রিয়াটি এখন থেকে আরও সহজলভ্য হবে।
  • করদাতাদের এবং প্রশাসনের মধ্যে সম্পর্ক আরো স্বচ্ছ হয়ে উঠবে।

কীভাবে তৈরি হবে নতুন আয়কর বিল?

নতুন বিল তৈরির জন্য অর্থ মন্ত্রকের প্রত্যক্ষ করের কেন্দ্রীয় বোর্ড (CBDT) একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিল। পাশাপাশি ১২টি উপ-কমিটি তৈরি করা হয়, যারা বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে এই নতুন আয়কর বিল তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন বিলটি ন্যায়ের চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আয়করের নিয়মকানুন আরো সহজ করা হবে এবং মামলার সংখ্যা কমানো এই নতুন আয়কর বিলের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: Airtel দুটি পপুলার রিচার্জ প্ল্যানের দাম কমালো, কম খরচে প্রচুর সুবিধা দিচ্ছে

করদাতাদের মতামত

নতুন আয়কর বিলে সাধারণ মানুষের মতামতকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। আয়কর আইন সরলীকরণ এবং মামলা মোকদ্দমার বিষয়টি নিয়ে ৬৫০০ এর বেশি পরামর্শ পেয়েছে অর্থমন্ত্রক। সেই মতামতগুলির উপর ভিত্তি করে নতুন বিলে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন আয়কর বিল কার্যকর হলে করদাতারা আরো সহজ ও ঝামেলাহীন প্রক্রিয়ার মাধ্যমে কর ছাড়ের সুবিধা পাবেন। এছাড়া মামলা সংখ্যা হ্রাস পাবে এবং পুরনো আইনি জটিলতা দূর হবে তা বলা যায়।

Leave a Comment