কলকাতার ৪১ ডিগ্রি তাপমাত্রায় নাজেহাল অবস্থা! এই ৭ জেলায় আরো বাড়বে গরম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজ ২০ এপ্রিল, শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে! শুক্রবারর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই পূর্বাভাসকে সঠিক প্রমাণ করে দুপুরেই পারদ ৪১ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি পেরিয়ে গেল কলকাতা ও সংলগ্ন এলাকায়।

এপ্রিল মাসের ২০ তারিখেই এমন ভয়াবহ গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। পরিস্থিতি এমন যে সকাল ১০ টা বাজতে না বাজতেই বাড়ি-ফ্ল্যাটের দরজা, জানালা বন্ধ করে দিতে হচ্ছে। কারণ তখন থেকেই লু বইতে শুরু করছে।

গরম হাওয়া বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকে আরও অস্থির করে তুলছে মানুষকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস- এমন অস্বাভাবিক গরম এবং তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে আরও কয়েকদিন চলবে।

আরো পড়ুন: আধার-প্যান লিঙ্ক থাকুন বা না থাকুক, এইসমস্ত লোকেদের কোনো লাভ নেই

দক্ষিণবঙ্গের ৭ টি জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার পর্যন্ত এমন বিপজ্জনক ও চরম অশ্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলো কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাঁকুড়ার তাপমাত্রা ইতিমধ্যেই ৪৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন. মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হকার, সেলসম্যান, ফেরিওয়ালা যাদের রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতে হয় তাঁদের কাজের সময় পরিবর্তনের কথাও বলা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন: কন্যাশ্রীর ২৫০০০ টাকা তো মিলছেই, এবার প্রতিমাসে ৫৪০০ টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে

এদিকে শনিবার উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি শুরু হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

তবে দক্ষিণবঙ্গের জন্য আগামী কয়েকদিন তেমন ভাল খবর নেই। উল্টে রবিবার তাপমাত্রা এবং তাপপ্রবাহের পরিমাণ দক্ষিণবঙ্গ জুড়ে আরও বাড়তে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে বলে আবহবিকদের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার বিকেল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।

Leave a Comment