3 to 5 years time period invest for more return in these sector
WhatsApp Group Join Now

শেয়ার বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা করে ফেলেছেন! কিন্তু কীভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, বুঝে উঠতে পারছেন না! বলছে কাজের সুবিধা। শেয়ার বাজার বিশেষজ্ঞ Saigal Capital -এর প্রতিষ্ঠাতা Anshul Saigal এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।

দেখুন, এই মুহূর্তে বাজারে একাধিক খাতে ভালো পারফর্ম্যান্স চলছে। স্টক মার্কেটের উপর থেকে অনিশ্চয়তার চাপ প্রায় নিঃশেষ হয়েছে। স্টক মার্কেটের প্রধান সূচকও এখন হাই লেভেলে। গত বৃহস্পতিবার তো অন্য নজির গড়েছে নিফটি ও সেনসেক্স।

এ দিনের ট্রেডিং সেশন শেষে সেনসেক্স 77,450 স্তরের উপরে উঠেছিল। নিফটিও আশার আলো দেখাতে ছাড়েনি, 23,560 পয়েন্টের উপরে অবস্থান করেছে। স্পষ্টভাবেই দু’টি সূচকই আগামী দিনে ভালো বৃদ্ধি দেখাতে চলেছে বলে অনুমান বিনিয়োগকারীদের। তাহলে এখন কোন খাতে বিনিয়োগ করলে, মুনাফা সবচেয়ে বেশি হবে। সেটাই ভাবছেন বিনিয়োগকারীরা।

সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে Anshul Saigal জানিয়েছেন, ‘আমার ধারণা বাজারে আসন্ন দিনে বিনিয়োগের ক্ষেত্রে একটি প্রধান আকর্ষণ হবে গ্রামীণ অর্থনীতি সম্পর্কিত খাতগুলি। গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত থাকা খাতের স্টকগুলি তাদের সর্বকালীন উচ্চতা থেকে এখনও অর্ধেক পিছিয়ে থাকলেও, এর বৃদ্ধির জন্য যথেষ্ট জায়গাও রয়েছে।’

তাই বিশেষজ্ঞের ধারণা আগামী 6 থেকে 12 মাসের মধ্যে গ্রামীণ অঞ্চলের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে। রিস্ক রিওয়ার্ড ইকুয়েশন নিয়েও চিন্তার কোনও কারণ নেই।

গ্রামীণ অর্থনীতি থেকে কোন কোন খাতে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি?

WhatsApp Group Join Now

তিন থেকে পাঁচ বছরের মেয়াদের দিকে ঝুঁকতে চাইলে, মূলধনী পণ্য কিংবা উৎপাদন খাতে মননিবেশ করুন। এই দুটি খাত থেকে মুনাফা আসতে পারে বহুগুণ।

এই কয়েকটি বিষয় মাথায় রাখলে, অংশুল সায়গল মনে করছেন যে আগামী দুই থেকে তিন বছরের মেয়াদে বিনিয়োগ করতে চাইলে, বিপুল আশা থাকবে।

আরো পড়ুন: সরকারি কর্মীদের আনন্দ শেষ! ১৬ মিনিট দেরি হলেই বিপদ

1) পরিকল্পনা অনুসারে ঠিকঠাক বিনিয়োগ করতে হবে।

2) ঝুঁকির চাপ ছাড়াই আকর্ষণীয় রিটার্ন পেতে, পোর্টফোলিও দেখে নেওয়া ভালো।

3) চিনি এবং ইথানলের খাতও সম্ভবত খুব ভালো পারফর্ম করবে।

4) সুযোগ আসবে অঢেল, শুধু বিনিয়োগকারীকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *