পড়ে গিয়েছে জুলাই মাস। ইতিমধ্যেই জুলাই মাসের বেতনের নথিপত্র প্রস্তুত। খুব শীঘ্রই, বেতন ক্রেডিট হবে। এরই আবহে আরও এক সুখবর। অস্থায়ী কর্মীদেরও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে, গত কয়েক মাসের বর্ধিত বেতনের টাকাও পেয়ে যাবেন আরও শীঘ্র। কোন অস্থায়ী কর্মীদের জন্য এই সুখবর? কত টাকা বেতন বাড়ানো হয়েছে? কত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে?
কত টাকা বেতন বেড়েছে?
জানা গিয়েছে, এবার 10 শতাংশ থেকেও অনেক বেশি বেতন বৃদ্ধি হতে চলেছে অস্থায়ী কর্মীদের। রাজ্যের বিশেষ কমিটি, এই অস্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের বেতন 12 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এবার থেকে অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা ন্যূনতম 57,700 টাকা করে বেতন পাবেন।
কবে থেকে পাবেন বর্ধিত মাইনে?
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রফেসরদের মাইনে বেড়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই বলে, বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।
এছাড়াও এক্ষেত্রে কোনও আইনি সমস্যা হবে কিনা, সেই বিষয়েও নিশ্চিত নয়। আইনজীবীদের কাছ থেকে পরামর্শ হচ্ছে। ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠকে বসেছিলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত।
বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তে উৎফুল্ল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত। জানিয়েছেন যে, আপাতত অস্থায়ী কর্মীদের বেতন 12 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারাও ন্যূনতম 57,700 টাকা করে মাইনে পাবেন।
আরো পড়ুন: রিচার্জের খরচ তো বাড়লোই! Jio তে এত টাকার রিচার্জ করলে ১ বছর চিন্তা নেই
এদিকে, এতদিন ধরে 14 শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদে শামিল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যুগ্ম সম্পাদক রঞ্জিত রায় জানিয়েছেন, অস্থায়ী কর্মীদের 14 শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 12 শতাংশ বেতন বৃদ্ধি করল, তাতেও আমরা খুশি। আমাদের এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।