স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ১০ দিনের নতুন নিয়ম, কার্ড থাকলেই বিস্তারিত জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য সাথী কার্ডে বড় পরিবর্তন করেছে মমতা সরকার। রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অডিট করার প্রস্তুতি নিচ্ছে৷ বলা হচ্ছে, প্রয়োজন পড়লেও রোগীদের চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবে না রাজ্য সরকার। এর জন্য মানতেই হবে বেশ কিছু শর্ত।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সাধারণ জ্বর, সর্দি-কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে, বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকছেন। এমন অবস্থায় বিলও বাড়াচ্ছে বেসরকারি হাসপাতালগুলো।

প্রতিদিন অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সেবার অপব্যবহার করছে। প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের। কিছু ক্ষেত্রে, রোগীর চিকিৎসা না করালেও বিভিন্ন খরচ বিলের অন্তর্ভুক্ত করা হয়।

স্বাস্থ্য দফতর এর মতে, কিছু বেসরকারি হাসপাতাল বেশি টাকা কামানোর জন্য এমনটা করে। এটা বন্ধ করতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

রোগী ও হাসপাতালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত, নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। বলা হয়েছে যে, আপনি যদি 10 দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল অডিট করা হবে। সেই অডিট দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কি না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুধু তাই নয়, অপারেশন ও গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছেন, তা ছাড়া অন্য কোনও অস্ত্রোপচারের জন্য টাকা পাবেন না তিনি। কিংবা যদি রোগীর অন্য কোনও চিকিৎসা অবস্থা পাওয়া যায় বা ভর্তির পর অপারেশনেরও প্রয়োজন হয়, তাহলেও অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার নিজেই।

আরো পড়ুন: জুলাই মাস তো শুরু হলো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে?

স্বাস্থ্য অধিদফতর সূত্রে আরও জানা গিয়েছে, কোনও রোগীকে 10 দিনের বেশি হাসপাতালে রাখা হলে মেডিকেল অডিট টিমের সিদ্ধান্তের পরই সরকারি টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তা চালিয়ে যেতে পারবে। চিকিৎসকদেরই একটি দল এই অডিট করবে। স্বাস্থ্য অধি দফতরের অনুমতি ছাড়া কাউকে রাখা হলে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসককেও জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment