গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও (Jio)। প্রতি ২৮ দিন অন্তর রিচার্জ করাটা অনেকের কাছেই বিরক্তিকর হয়ে দাঁড়ায়। বিশেষ করে দরকারি কাজে ব্যস্ততা থাকলে রিচার্জ করতে যাওয়াটা একটা অতিরিক্ত ঝক্কির বিষয় হয়ে যায়। তাই যারা প্রতিমাসে স্মার্টফোন রিচার্জ করতে চান না তাঁদের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও।
একবার রিচার্জ করলে পুরো ১ বছর মোবাইলে টাকা ভরার চিন্তা করতে হবেনা। এর জন্য নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে একবারে রিচার্জ করাতে পারেন জিওর প্রিপেড গ্রাহকরা। সেক্ষেত্রে পুরো ৩৬৫ দিন বা এক বছরের ভ্যালিডিটি পেয়ে যাবেন।
এই প্যাকটি রিচার্জটি করালে প্রতিদিন ২ GB করে 4G ইন্টারনেট পাবেন। অর্থাৎ এই প্যাকটি রিচার্জ করলে ৭৩০ GB ডেটা পাবেন আপনি। প্রতিদিনের হাইস্পিড 4G ডেটা লিমিট ফুরিয়ে গেলে, অর্থাৎ দিনে ২ GB-এর বেশি ডেটা ব্যবহার করে ফেললে তারপর ধীর গতির ৬৪ kbps-এর ডেটা আনলিমিটেড পাবেন।
পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা গোটা বছর জুড়েই থাকছে। সেই সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস করার সুযোগ। এর জন্য জিও গ্রাহকদের জন্য এককালীন ৩,২২৭ টাকার রিচার্জ করাতে হবে।
প্রাপ্তির ভাণ্ডার এখানেই শেষ হচ্ছে না। এক বছরের ভ্যালিডিটির এই রিচার্জ প্যাকটি আপনি যদি নেন অর্থাৎ রিচার্জ করেন তবে Amazon Prime Video-এর Prime Video Mobile Edition-এর এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সেই সঙ্গে Jio Cinema, Jio Tune, Jio Cloud এর মত অ্যাপগুলি বিনামূল্যে এই সময়কালে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ ভোটের সময় দাম থমকে ছিল! আবার দাম বাড়লো এইসব খাবারের, কত ছিল কত হলো?
এছাড়া এই প্যাকটি রিচার্জ করলে আপনি যখনই জিওর 5G নেটওয়ার্ক এলাকায় প্রবেশ করবেন তখনই সেখানে সম্পূর্ণ বিনামূল্যে 5G ইন্টারনেট পরিষেবা আনলিমিটেড উপভোগ করতে পারবেন। আপনার বাড়ি যদি জিও’র 5G নেটওয়ার্ক থাকা এলাকায় হয়, তবে সর্বদাই বিনামূল্যে 5G পরিষেবা উপভোগ করতে পারবেন।
জিও’র এই প্যাকটি নিলে নানান দিক থেকে লাভবান হবেন। ঠিক একই সুবিধা যুক্ত তাদের যে মান্থলি রিচার্জ প্যাক আছে তার থেকে এতে গড় খরচ কম পড়ছে। ফলে প্রতিমাসে রিচার্জের ঝামেলা এড়াতে একসঙ্গে একটু বেশি টাকা দিয়ে এই রিচার্জটা করে নিতে পারলে আপনাকে একটা গোটা বছর আর চিন্তা করতে হবে না।