রাজ্য সরকার পরিচালিত ‘যোগশ্রী’ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি বিভাগের ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা প্রশিক্ষণের জন্য বাংলার সরকার পরিচালিত যোগশ্রী প্রকল্পটি আরও একধাপ প্রসারিত করা হবে। এখন থেকে সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ শ্রেণীর ছাত্ররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
মাইক্রো ব্লগিং সাইটে মুখ্যমন্ত্রী নিজেই লিখেছেন যে, এই প্রকল্পের অধীনে আমরা রাজ্যের SC/ST ছাত্রদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দিচ্ছি। এবার সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ শ্রেণীর ছাত্রদেরও রাজ্য সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত করে ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করে দেবে।
ব্যাপক সাফল্য দেখেছে যোগশ্রী প্রকল্পের পড়ুয়ারা
মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বছর 2024 সালের পরীক্ষায়, যোগশ্রী স্কিমের ছাত্ররা JEE (Advanced) (13 IIT র্যাঙ্ক সহ), JEE (Main) তে 75 র্যাঙ্ক, WBJEE-তে 432 র্যাঙ্ক এবং NEET-তে 110 র্যাঙ্ক করেছে। এই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল গত বছরের ফলাফলের তুলনায় অনেক ভালো। যোগশ্রী প্রকল্পের বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে আমরা এটিকে ব্যাপকভাবে বাস্তবায়ন করতে চলেছি।
জানা গিয়েছে, রাজ্য জুড়ে মোট 50টি কেন্দ্র খোলা হয়েছে, যেখানে দুই হাজারেরও বেশি SC/ST পড়ুয়া ট্রেনিং পাবেন। এখন একাদশ শ্রেণি থেকে প্রশিক্ষণ শুরু হবে। এতে পড়ুয়ারা ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে, তাঁর ইচ্ছা বাংলার সর্বোচ্চ সংখ্যক ছেলে-মেয়ে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হোক। তাই রাজ্য সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যোগ্যশ্রী প্রকল্পের আবেদনও চলছে। আগামী 25 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যশ্রীতে কীভাবে আবেদন করতে হবে?
1) www.anagrasarkalyan.gov.in ও www.wbbcdev.gov.in – এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
2) ওয়েবসাইট আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করুন।
3) বাড়ির নিকটবর্তী সেন্টারে গিয়ে জমা করতে হবে। দেখবেন ওয়েবসাইটে সেন্টারগুলোর নাম লেখা থাকবে।
4) প্রশিক্ষণ কেন্দ্রেও আবেদনের ফর্ম পেতে পারেন।
আরো পড়ুনঃ ২১ বছর পর মোবাইল নম্বরে হতে চলেছে বড়সড় পরিবর্তন, TRAI এর থেকে এসেছে এই আপডেট
যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা কী কী?
পড়ুয়ারা মেধার ভিত্তিতে কাউন্সেলিং করে মোট 2000 জন পড়ুয়াকে 2025 সালের প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়া হবে। কোচিং চলাকালীন, তাঁদের 300 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে।
আপনিও কী আবেদন করতে পারবেন?
রাজ্য সরকার সবেমাত্র সকলের জন্য এই প্রকল্পের দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছে। তবে, আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিকে কমপক্ষে 50% থেকে 60% নম্বর পেতে হবে। বিশেষত তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বরাদ্দ এই নিয়ম ছিল। এখন আপনি SC/ST বা জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে, এই বছর থেকেই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন কিনা, তা প্রশিক্ষণ কেন্দ্র থেকেই জেনে নিতে পারবেন।