বাংলা নিয়ে পড়ে কি হবে? বাংলা নিয়ে পড়ে ভবিষ্যতে কোনো ক্যারিয়ার নেই? এই সব নানা ধরনের প্রশ্ন আমাদের মনে উদয় হয়। কিন্তু বাংলা নিয়ে পড়ে উজ্জল ভবিষ্যৎ রয়েছে।
বর্তমান দিনে বাংলা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ে একাধিক কাজের সুযোগ পাওয়া যায়।
বাংলা নিয়ে পড়ে কি কি কাজ পাওয়া যায়?
বাংলা নিয়ে পড়ে যে সব কাজগুলি পাওয়া যায় তা নিম্নে উল্লেখ করা হল
১) শিক্ষক/ শিক্ষিকাঃ
বাংলা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করার পরে শিক্ষার্থীরা রাজ্যে ও কেন্দ্রীয় প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও কলেজ- বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারে।
২) লেখকঃ
বাংলা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছে মানেই তার ভাষার দক্ষতা ও লেখার দক্ষতা ভালোই হবে। আর বাংলা নিয়ে পড়েই বাংলার লেখক হওয়া যায়।
৩) স্কিপ্ট রাইটারঃ
আপনি হয় তো ভাবছেন বর্তমান দিনে লেখক হওয়া নিয়ে সংশয় থাকলে আপনি আধুনিক যুগে স্কিপ্ট রাইটার হয়ে যান। বাংলা নিয়ে পড়ে স্কিপ্ট রাইটার হওয়া যায়।
এছাড়াও বাংলা নিয়ে পড়ে অনুবাদক, ভাষা শিক্ষক, কন্টেন্ট রাইটার, বিজ্ঞাপন, বই প্রকাশক হওয়া যায়।
৪) সরকারি ও বেসরকারি চাকরিঃ
সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমন-
ক) IAS/ IPS অফিসার পদে পরীক্ষা দেওয়া যায়।
খ) রাজ্যে SI, কনস্টেবল পদে পরীক্ষা দেওয়া যায়।
গ) WBCS, WBPSC পদে পরীক্ষা দেওয়া যায়।
ঘ) কেন্দ্রীয় ও রাজ্যে গ্রুপ C, D পদে পরীক্ষা দেওয়া যায়।
ঙ) আশা কর্মী পদে চাকরি পাওয়া যায়।
চ) বিভিন্ন কোম্পানিতে গ্রুপ C, D পদে চাকরি পাওয়া যায়।
ছ) ব্যাঙ্কে অফিসার পদে চাকরি পাওয়া যায়।
জ) অ্যাকাউন্ট্যান্ট অফিসার পদে চাকরি পাওয়া যায়।
ঝ) স্কুল ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া যায়।
ঞ) ফরেস্ট অফিসার পদে চাকরি পাওয়া যায়।