জুন মাসে কি এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে চলেছে? নাকি মধ্যবিত্তদের পকেটে স্বস্তি আসবে? এই প্রশ্ন এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। গার্হস্থ্য বলুন কিংবা বাণিজ্যিক সিলিন্ডার, রান্নাঘর থেকে রেস্তোরাঁ জ্বালানির খরচ আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। চলুন জেনে নেওয়া যাক, জুন মাসে এলপিজি সিলিন্ডারের দামে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে।
মে মাসে পরিস্থিতি কেমন ছিল?
জানিয়ে রাখি, ২০২৫ এর মে মাসে গার্হস্থ্য ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল ছিল। তবে এপ্রিল মাসে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল। কিন্তু তারপর থেকে দিল্লিতে ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বাইতে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫০ টাকায় এই এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে।
অন্যদিকে বাণিজ্যিক গ্যাস সিলেন্ডার নিয়ে যদি কথা বলি, তাহলে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরপর দুই মাস পতন হয়েছে। মে মাসে দাম গড়ে ১৪.৫ টাকা থেকে ১৭ টাকা কমেছিল। ফলে দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১৭৪৭.৫০ টাকা, কলকাতায় ১৮৫১.৫০ টাকা, মুম্বাইতে ১৬৯৯ টাকা এবং চেন্নাইতে ১৯০৬ টাকা।
মূল্যস্ফীতি এবং বৈশ্বিক বাজারে দরপতনের প্রভাব
জানিয়ে রাখি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে তলানিতে ঠেকছে। আর এপ্রিল ২০২৫-এ ভারতের সামগ্রিক মূল্যস্ফীতি ৩.১৬ শতাংশ নেমে গিয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সবথেকে কম। আর জ্বালানি এবং বিদ্যুৎ খাতে মূল্যস্ফীতি একটু বেড়েছে ঠিকই। তবে এটি মূলত গার্হস্থ্য এলপিজি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ভারতীয় রুপির স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রা ভান্ডারের শক্তি আমদানি খরচ কমাতে সাহায্য করছে। পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতি ও সামগ্রিক সিপিআই যদি স্থিতিশীল থাকে, তাহলে দেশের উন্নতি নিশ্চিত।
জুন ২০২৫-এ গার্হস্থ্য সিলিন্ডারে কী হতে পারে?
সরকারের ভর্তুকি নীতি এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কারণে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেহেতু অপরিশোধিত তেলের দাম এখন ৬০ ডলারের নিচে এবং রুপির মানও যথেষ্ট স্থিতিশীল, তাই বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, জুন মাসে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হবে না। তবে আন্তর্জাতিক বাজারে কোনও অস্থিরতা দেখা গেলে কিছুটা পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: তিন মাসের শস্য সংরক্ষনের জায়গাই নেই! কেন্দ্রকে চিঠি পাঠাল ডিলাররা
বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দামে কি হতে পারে?
গত দুই মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ধারাবাহিকভাবে কমেছে। সূত্র বলছে, অপরিশোধিত তেলের দাম ৬০ থেকে ৭০ ডলারের মধ্যে থাকলে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম জুন মাসে আবারো কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে। তবে বিশ্ব রাজনীতির কোনও বিরাট পরিবর্তন আসলে এর দামের উপর প্রভাব পড়বে।