- আপনি কি এখনো পড়াশোনা করচ্ছেন?
- আপনি কি জানতে চাইছেন পড়াশোনা চলাকালীন কি কি স্কলারশিপ পাওয়া যায়?
উপরোক্ত প্রশ্নগুলি উত্তর যদি আপনার হ্যাঁ হয়, তাহলে পোষ্টটি আপনার জন্য।
আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো স্কলারশিপ ব্যাপারে কিছু কথা । যেগুলি আপনাদের খুব কাজে দেবে। তাই চলুন জেনে নিই স্কলারশিপ ব্যাপারে কিছু কথা।
পড়ুয়াদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছেন। যা পড়ুয়াদের জন্য একটা বিরাট খুশির খবর। আমরা জানি যে, রাজ্য সরকার ক্লাস ওয়ান থেকে হাই লেভেল স্টাডি পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। এতে করে পড়ুয়াদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলেও পড়ুয়ারা স্কলারশিপ দ্বারা হাই লেভেল স্টাডি চালিয়ে যেতে সক্ষম হচ্ছে।
পড়ুয়াদের জন্য কি কি স্কলারশিপ পাওয়া যায়?
পড়ুয়াদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছেন। তাই চলুন দেখে নিই পড়ুয়াদের জন্য কি কি স্কলারশিপ পাওয়া যায়?
১) ঐক্যশ্রী স্কলারশিপ
২) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ
৩) মেধাবী স্কলারশিপ
৪) অতিল মাহেস্বরী স্কলারশিপ
৫) নবান্ন ও উত্তরকন্যা স্কলারশিপ
৬) ইন্সপায়ার স্কলারশিপ
৭) শিক্ষাশ্রী স্কলারশিপ
৮) ওয়োসিস স্কলারশিপ (ST/SC/OBC)
৯) জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ
১০) HDFC স্কলারশিপ
১১) MI স্কলারশিপ
১২) Central Sector Scheme of Scholarship
১৩) প্রগ্রতি স্কলারশিপ
১৪) সিতারাম জিন্দাল স্কলারশিপ
১৫) বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ
১৬) বিদ্যাসার্থী স্কলারশিপ
১৭) হিন্দি স্কলারশিপ স্কিম
১৮) আলো স্কলারশিপ প্রকল্প
১৯) অনন্ত মেট স্কলারশিপ
২০) সর্দার প্যাটেল স্কলারশিপ
২১) ডঃ আব্দুল কালাম স্কলারশিপ
২২) প্রধানমন্ত্রী স্কলারশিপ
২৩) পারম্পরিক স্কলারশিপ
২৪) WBMDFC স্কলারশিপ
২৫) প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ স্কিম
এইসব স্কলারশিপ গুলো পড়ুয়াদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার ক্লাস ওয়ান থেকে ফাইভ, সিক্স থেকে নাইন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও হাইয়ার লেভেল স্টাডি পর্যন্ত দিয়ে থাকে।
বিঃদ্রঃ
পরবর্তীতে কেন্দ্র ও রাজ্য সরকারের কোন ক্লাসে কোন কোন স্কলারশিপ পায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই পরবর্তীতে আপডেট পেতে আমাদের “কাজের সুবিধা”ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন।