রাজ্যজুড়ে এখন চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)। বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি করছেন। কিন্তু এই প্রক্রিয়ায় এখন সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে তাহলে কী হবে? নাগরিকত্ব নিয়ে কি তাহলে প্রশ্ন উঠবে? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
কী এই SIR?
প্রথমেই বলে রাখি, এসআইআর হল ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেখানে নির্বাচন কমিশন প্রতিটি এলাকার ভোটার তালিকা বিস্তারিতভাবেই আপডেট করে থাকে। আর এই প্রক্রিয়ার সময় বিএলও অফিসাররা আপনার বাড়িতে আসবে এবং এনুমারেশন ফর্ম দেবে।
আর সেই ফর্মগুলোতে দুটি অংশ থাকবে। একটি অংশ বিএলও নিজের কাছে রেখে দেবে, আরেকটি অংশ আপনার কাছে থাকবে। শুধুমাত্র সেখানে উল্লেখ করতে হবে, ২০০২ সালের তালিকায় আপনার কিংবা আপনার পরিবারের কারো নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে কোনওরকম বাড়তি নথি দেওয়া লাগবে না। আর যদি না থাকে তাহলে নথি দিতে হবে।
বাড়িতে বিএলও এলে, কী করতে হবে?
বিএলও যখন আপনার বাড়িতে আসবে, তখন আপনাকে কোনওরকম কাগজ দেখাতে হবে না। যদি আপনি সেই সময় বাড়ি নাও থাকেন, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। কারণ, বিএলও তিনবার পর্যন্ত আপনার বাড়িতে যাচাই করতে আসবে। আর বাড়ির সমস্ত সদস্যদের উপস্থিত থাকাও বাধ্যতামূলক নয়। একজন থাকলেই হবে। তবে আপনি যদি বিদেশে থাকেন, তাহলে এখন অনলাইনের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়া বা এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।
তবে ফর্ম ফিলাপ করার পর নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা তৈরি করবে, যা ৯ ডিসেম্বর প্রকাশিত হবে। সেই তালিকায় আপনি আপনার নাম খুঁজে দেখতে পারেন। যদি নাম না থাকে, তাহলে প্রয়োজনীয় নথি জমা দিয়ে ফের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৫।
ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন?
কমিশনের ডেপুটি সিইও জানিয়েছেন, কোনও কারণে যদি ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না থাকে, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ খুব সহজ পদ্ধতিতে আবারও নাম তোলা সম্ভব। সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনি উপযুক্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ঠিকানার প্রমাণপত্র জমা দিলেই হবে।
আরও পড়ুনঃ অনলাইনেই হবে এনুমারেশন ফর্ম ফিলাপ! কীভাবে করবেন দেখে নিন
তবে নাগরিকত্ব নিয়ে কোনওরকম প্রশ্ন উঠবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনওরকম সম্পর্ক নেই। ভোটার কার্ড নাগরিকত্বের কোনও প্রমাণ নয়। যদি কারো নাম ফাইনাল লিস্টে নাও থাকে, তাহলে কোনওরকম নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
