WB Freeship Sholarship: পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি-শিপ স্কলারশিপ! ফ্রিতে মিলছে কলেজে পড়ার সুযোগ, সাথে টিউশন ফি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার একের পর এক স্কলারশিপ চালু করে রেখেছে শিক্ষার্থীদের জন্য। তবে এবার রাজ্যের হাজার হাজার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আসলো বিরাট সুখবর। কারণ, উচ্চ শিক্ষার স্বপ্ন আর অর্থাভাবে থেমে থাকবে না।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবার চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফ্রি-শিপ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, যার মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং কিংবা ফার্মেসি বা আর্কিটেকচারের মতো যে কোনও ব্যয়বহুল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পড়তে পারবে। কিন্তু কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

কী এই ফ্রি-শিপ স্কলারশিপ?

জানিয়ে রাখি, এই স্কলারশিপটি ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল। মূলত অর্থের অভাবে যাতে কোনও মেধাবী ছাত্র-ছাত্রী প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হয়, তার জন্যই এই স্কলারশিপ চালু করা। আর এই প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কিংবা আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় এবং টিউশন ফি সম্পূর্ণ মুকুব করে দেওয়া হয়।

কেন গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ?

রাজ্যে এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু পরিবারের আয় সীমিত থাকায় সেই স্বপ্ন অধরা থেকে যায়। অর্থাৎ, অর্থাভাব তাদের বাধা হয়ে দাঁড়ায়। তবে এই ফ্রি-শিপ স্কলারশিপ সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চ শিক্ষার পথকে আরও সুগম করে তুলতে সাহায্য করছে। মূলত গ্রামীণ ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।

কারা আবেদন করতে পারবে ফ্রি-শিপ স্কলারশিপে?

পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি-শিপ স্কলারশিপে আবেদন করতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে রাজ্যের মধ্যে অবস্থিত যে কোনও সরকারি বা বেসরকারি টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে WBJEE বা JEE Main এর মতো যে কোনও রাজ্য বা জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

এ স্কলারশিপে দুইভাবে আবেদন করা যায়। প্রথমত, সরকারি কলেজে ভর্তি ছাত্র-ছাত্রীদের জন্য আবেদন ফর্ম কলেজ থেকে দেওয়া হয়। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ কলেজে তা জমা দিতে হয়। তবে যারা বেসরকারি কলেজে পড়ে, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এই আবেদন উচ্চশিক্ষা দপ্তরের টেকনিক্যাল ডাইরেক্টরের মাধ্যমে পরিচালিত হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ ১ নভেম্বর থেকে বদলে গিয়েছে ব্যাঙ্ক KYC-র নিয়ম! ব্যাঙ্ক থেকে টাকা তুললে অবশ্যই জানুন

কী কী ডকুমেন্ট দরকার হয়?

পশ্চিমবঙ্গের ফ্রি-শিপ স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয় সেগুলি হল—

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, 
  • পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, 
  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড, 
  • পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, 
  • বর্তমান কলেজে যে অ্যাডমিশন নিয়েছেন, তার প্রমাণপত্র।

তাই আপনি যদি এই স্কলারশিপের জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে আজই আবেদন করুন এই স্কলারশিপে এবং নিজের উচ্চ শিক্ষার পথকে সুগম করে তুলুন।

Leave a Comment