পুজোর আগেই সুখবর! ৩০০০ টাকা ভাতা বাড়ল রাজ্যের এইসব কর্মীদের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিএ (DA) মামলার আবহে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে উঠেছিল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। সুপ্রিম কোর্টে বর্তমানে ডিএ মামলা বিচারাধীন। তবে এর মধ্যেই নবান্ন থেকে বিরাট সুখবর আসলো। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। হ্যাঁ, উৎসবের আবহে এই সিদ্ধান্ত রাজ্যের বহু সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটিয়েছে, তা বলা চলে।

এক ধাক্কায় ৩০০০ টাকা ভাতা বৃদ্ধি

এতদিন গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীরা প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা পেত। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ আগস্ট থেকেই তাদের ভাতা বেড়ে মাসিক ৫০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক লাফে ৩০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘদিন কম ভাতার অভিযোগে ভোগা এইসব কর্মচারীদের জন্য এটি যে বিরাট স্বস্তির খবর তা বলা চলে। 

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?

সম্প্রতি অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ভাতা শুধুমাত্র গ্রুপ ডি পার্ট-টাইম কর্মীদের জন্যই প্রযোজ্য হবে। তাদের বেতন মূলত কনটিনজেন্সি খাত থেকে প্রদান করা হবে। এমনকি এই ভাতার বাইরে অন্য কোনো অতিরিক্ত সুবিধা মিলবে না। উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বরের 4795-F(Pl) নির্দেশিকা অনুযায়ী, আগের সমস্ত শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আর এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে সমস্ত দপ্তর ও অধীনস্থ সংস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুজোর আগেই বিরাট খুশির খবর

যেখানে আগে প্রতিমাসে ২০০০ টাকা ভাতায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল, সেখানে নতুন সিদ্ধান্তে মাসিক ৫০০০ টাকা পেয়ে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবে, তা বলা চলে। পুজোর মরশুমে এই ঘোষণা তাদের পরিবারের জন্যও অতিরিক্ত আনন্দ দেবে, তাও বলা যায়। বহু কর্মী জানিয়েছে, পুজোর আগে সরকারের এই উপহার সত্যিই বড় পাওনা।

আরও পড়ুনঃ মাত্র ৪৫০ টাকায় মিলছে LPG গ্যাস সিলিন্ডার! কিন্তু সবাই পাবেনা

এদিকে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টে মামলা নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। তাই বহু কর্মীর মধ্যে এখনো দেখা যাচ্ছে ক্ষোভ। কিন্তু এই ঘোষণায় অন্তত পার্ট-টাইম গ্রুপ ডি কর্মীরা কিছুটা হলেও আশার আলো দেখছে। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Comment