রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রে রাজ্য সরকার এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। নিত্য অভিযোগের মুখে এবার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের খাদ্য দপ্তর। গরমিল কিংবা বেআইনি কারবারে জড়িত রেশন ডিলারদের জরিমানা সহ তাদের লাইসেন্স বাতিল করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে।
রেশন বিতরণের স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ
সাম্প্রতিক সময়ে রেশন সামগ্রি বন্টন ব্যবস্থা কারচুপি নিয়ে নানান ধরনের অভিযোগ উঠেছে। এর ফলে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার একটি নতুন নিয়ম চালু করেছে, যা রেশন ডিলারদের অসৎ কার্যকলাপ ধরে ফেলবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বেআইনি বিক্রির বিরুদ্ধে কড়া নজরদারি
ইতিমধ্যেই বেশ কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা সরকারি বরাদ্দ সামগ্রী যেমন- চাল, আটা, চিনি, গম ইত্যাদি বাজারে বিক্রি করে দেয়। এই প্রবণতা রুখতে রাজ্য খাদ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে যে রেশন ডিলারদের মজুদের সঠিক হিসাব রাখতে হবে। কোন গরমিল পাওয়া গেলে জরিমানার পাশাপাশি ওই সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে।
রেশন স্ট্রকের গরমিল হলে জরিমানা
নতুন নির্দেশিকায় বলা হয়েছে রেশন ডিলারের কাছে চাল, আটা, গম ইত্যাদি খাদ্য সামগ্রীর মজুদ ঠিকমতো না থাকলে তার কাছ থেকে তিনগুণ পর্যন্ত জরিমানা নেওয়া হতে পারে। খাদ্য সামগ্রীর মজুদে কোন অস্বাভাবিকতা ধরা পড়লেই দ্রুত পদক্ষেপ নেবে রাজ্যের খাদ্য দপ্তর।
নজরদারি বাড়াতে Epos মেশিনের ব্যবহার
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর জানিয়েছে প্রতিটি রেশন দোকানে Epos মেশিনের ব্যবহার আরো পরিমাণে বাড়ানো হবে, যাতে রেশন বন্টনের সঠিক পরিমাণ এবং ডিলারদের মজুদের পরিমাণ সঠিক থাকে আর কোনরকম দুর্নীতি না দেখা যায়। এই পদ্ধতির মাধ্যমে রেশন ডিলাররা সরকারের বরাদ্দ সামগ্রি সঠিকভাবে বিতরণ করছেন কিনা তা স্পষ্ট জানা যাবে।
আরো পড়ুন: হ্যাক হলো সরকারি পোর্টাল ! তরুনের স্বপ্ন প্রকল্পের ৭ লক্ষ টাকা উধাও, ৭০ জনের টাকা বাতিল হল
সতর্কবার্তা ও লাইসেন্স বাতিলের হুঁশিয়ার
নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে যে, রেশন সামগ্রী নিয়ে কোন রকম কারচুপি ধরা পড়লে সেই ডিলারের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। এর ফলে রেশন ডিলারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনরকম দুর্নীতির প্রশ্রয় দিতে বারণ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে চায়।