১ নভেম্বর থেকে UPI নিয়ম বদলে গেল, PhonePe, G Pay থেকে টাকা পাঠালেই জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নভেম্বর মাসের ১ তারিখ থেকেই UPI অ্যাপে নতুন পরিবর্তন! UPI Lite-এর মাধ্যমে লেনদেন সহজ ও সুবিধাজনক হতে চলেছে। বিশেষত Google Pay, PhonePe, এবং Paytm ইত্যাদি UPI অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করা হয়েছে। 

আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসতে চলেছে এবং এগুলি আপনার দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলবে সেই সম্পর্কে।

লেনদেনের সীমা বৃদ্ধি 

UPI-এর নতুন নিয়মে এখন থেকে UPI Lite-এর মাধ্যমে আপনি সর্বোচ্চ ১০০০/- টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। আগে এই লেনদেনের সীমা ছিল ৫০০ টাকা, যা এখন পরিবর্তন করে দ্বিগুণ করা হয়েছে। ফলে এটি একটি দারুন সুবিধা হতে চলেছে।

ওয়ালেট ব্যালেন্স বৃদ্ধি 

UPI Lite-এর ওয়ালেটে এখন ৫০০০/- টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স রাখতে পারবেন। এই ব্যালেন্সের সীমা ছিল আগে মাত্র ২০০০/- টাকা। তাই এখন প্রয়োজনীয় ব্যালেন্স ধরে রাখার সহজ হবে এবং আরো বেশি লেনদেন করা সম্ভব হবে এই ফিচারের মাধ্যমে। 

নতুন অটো টপ-আপ ফিচার

UPI Lite-এ অটো ফিচার চালু করা হচ্ছে, যা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা রিচার্জ করবে। যখন আপনার UPI Lite-এর ব্যালেন্স নির্দিষ্ট সীমার নিচে নেমে আসবে তখন সেটি অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। এতে করে ম্যানুয়াল টপ-আপ ঝামেলা দূর হবে এবং আপনি কোন বাধার সম্মুখীন না হয়েই লেনদেন চালিয়ে যেতে পারবেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কবে থেকে কার্যকর হবে? 

এই নতুন পরিবর্তনগুলি ১ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে বলেই খবর। NPCI (National Payments Corporation of India) ২৭ আগস্ট, ২০২৪ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনগুলি ঘোষণা করেছিল। 

কিভাবে ব্যবহার করবেন?

UPI অ্যাপ ব্যবহারকারীদের ৩১ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে অটো-পে ব্যালেন্স সুবিধাটি সক্রিয় করতে হবে। এরপর ১ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে অটোমেটিক রিচার্জ হয়ে যাবে বা অটো টপ-আপ ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন। 

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে শুরু হল, মোবাইল কল, মেসেজের নতুন এই নিয়ম

দৈনিক টপ-আপ সীমা 

UPI Lite-এ এখন একদিনে সর্বোচ্চ ৫ বার পর্যন্ত টপ-আপ করতে পারবেন। প্রতিটি টপ-আপের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবেন, তবে সর্বাধিক ওয়ালেট সীমা ৫০০০/- টাকা পর্যন্তই থাকবে। ৫০০০/- টাকার বেশি আপনি টপ-আপ করতে পারবেন না।

এই ছোট ছোট পরিবর্তনগুলি লেনদেনকারীদের জন্য খুবই উপযোগী হতে চলেছে। নতুন ফিচারগুলি আরামদায়ক ও স্বয়ংক্রিয় রিচার্জের সুবিধা এনে UPI Lite-কে আরো জনপ্রিয় করে তুলবে এটাই আশা করা যায়।

Leave a Comment