বর্তমান সময় দাঁড়িয়ে চায়ের দোকান বলুন বা দামি স্মার্টফোন, সবকিছুই অনলাইন লেনদেন। বিশেষ করে ইউপিআই পেমেন্টের উপর সবাই নির্ভরশীল। আর ছোট বড় প্রায় প্রতিটি দোকানেই এখন স্ক্যান করে পেমেন্ট করা যায়। কিন্তু অনেকেই নিশ্চয়ই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে, দরকারের সময় ব্যাংক অ্যাকাউন্টে একটাও টাকা থাকে না। আর তখন ঘটে বিপত্তি।
তবে এবার সেই বিভ্রান্তির পরিস্থিতি এড়ানো যাবে। কারণ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার দারুণ পরিষেবা চালু করেছে। জানা যাচ্ছে, ইউপিআই এর মাধ্যমে খালি অ্যাকাউন্ট থেকেও এবার পেমেন্ট করা যাবে। শুনে অবাক লাগলেও সত্যি। কিন্তু কীভাবে কাজ করবে এই পরিষেবা? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কী এই নয়া সুবিধা?
সম্প্রতি NPCI ইউপিআই ক্রেডিট লাইন বোর্ডে একটি পরিষেবা চালু করেছে। আর এর মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও নির্দিষ্ট পরিমাণ লোন নিয়ে তা দিয়েই ইউপিআই পেমেন্ট করতে পারবেন।
আর এটি মূলত ডিজিটাল ক্রেডিট কার্ডের মত কাজ করবে। এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন। আর তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ব্যাংকে ফেরত দিলেই হয়ে যাবে।
কীভাবে কাজ করবে ইউপিআই ক্রেডিট লাইন?
এটি মূলত একটি Pre-approved Credit Line, যেটিকে আপনার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি লিঙ্ক করতে হবে। আর আপনি যদি এই পরিষেবা চালু করতে চান, তাহলে আপনাকে নিজের ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে।
আর আবেদন মঞ্জুর হলে ব্যাংক আপনাকে নির্দিষ্ট ক্রেডিট লিমিট বরাদ্দ করে দেবে, যা আপনি ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, ব্যাংকে টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিউআর কোড স্ক্যান করে বা মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারবেন বা লেনদেন করতে পারবেন।
কোন কোন ব্যাংক দিচ্ছে সুবিধা?
সম্প্রতি NPCI জানিয়েছে, এই পরিষেবাটি বর্তমানে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক চালু করে ফেলেছে। এর মাধ্যমে আপনি BHIM, Google Pay, PhonePe, Paytm, PayZapp-এর মতো জনপ্রিয় অ্যাপগুলোতে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
কত দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে?
আসলে এই ক্রেডিট লাইন পরিষেবায়ে আপনি যত টাকা খরচ করবেন, তা ঠিক ৪৫ দিনের মধ্যে ফেরত দিয়ে দিতে হবে। আর ৪৫ দিনের পরে যদি ফেরত না দেন, তাহলে আপনাকে সুদ গুনতে হবে ব্যাংকে নির্ধারিত নীতি অনুযায়ী।
আরও পড়ুন: ডিএ বাড়ছে ঠিকই, কিন্তু এতটা কম? সরকারি কর্মীদের আশায় জল ঢেলে দিল
কারা এই সুবিধা নিতে পারবেন?
এই পরিষেবা নিতে গেলে অবশ্যই গ্রাহকের পাসবুকের শেষ ট্রানজেকশন বা ব্যাংকিং ইতিহাস দেখাতে হবে। পাশাপাশি সিভিল স্কোর থাকতে হবে এবং পূর্বে নেওয়া সমস্ত ঋণ পরিশোধের রেকর্ড থাকতে হবে।