এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে! বড় ঘোষণা নবান্নের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। মে মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলায় পারদ ৪০ এর ঘর পেরিয়েছে। রোদের তেজে পা রাখাও দুষ্কর হয়ে পড়ছে। আর এই সময় সব থেকে বেশি কষ্ট পাচ্ছে সেই সমস্ত মানুষ, যাদের চাকরি এসি ঘরে নয়, বরং কাজ করতে হয় খোলা রাস্তায়।

আর সেই কথা মাথায় রেখেই এবার নবান্ন বড়সড় ঘোষণা করে বসলো। এবার থেকে রোজ ৮ ঘণ্টা নয়, বরং ট্রাফিক পুলিশ কর্মীরা মাত্র ৬ ঘন্টা ডিউটি করবে। হ্যাঁ, এক ধাক্কায় ২ ঘন্টা ডিউটি কমানো হয়েছে। 

ট্রাফিক পুলিশদের জন্য বিরাট সিদ্ধান্ত

সরকারি চাকরি মানেই যে সব সময় সুখের কাজ, এমনটা কিন্তু নয়। এমনভাবে সরকারের বিভাগ রয়েছে যেখানে কর্মচারীদের খোলা রাস্তায় রোদে বৃষ্টিতে পুড়ে কাজ করতে হয়। আর ট্রাফিক পুলিশ সেই তালিকার প্রথমে আসে।

তাদের প্রধান কাজ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা। যেখানে অন্যান্য কর্মচারীরা অফিসে এসির মধ্যে বসে কাজ করে, সেখানে গরম পিচের উপর দাঁড়িয়ে সারাদিন সারারাত কাটাতে হয় ট্রাফিক পুলিশদের। আর তাদের কথা ভেবেই এই বড়সড় পদক্ষেপ নিল রাজ্য।

আরও পড়ুন: জুন মাসে দাম কমবে রান্নার গ্যাসের? নাকি আবারও চড়বে দর?

নবান্নের বড়সড় ঘোষণা

সরকারের নির্দেশ অনুযায়ী, এবার ট্রাফিক পুলিশের দৈনিক ডিউটি ৬ ঘন্টা করা হয়েছে। আর আগে তারা দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতেন। এখন তাদের ২ ঘণ্টা কম কাজ করতে হবে। অর্থাৎ, প্রচন্ড গরমে অনেকটাই স্বস্তি পাবে ট্রাফিক পুলিশরা।

এক কথায় দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে, এই সময়টুকুতে শহরের রাস্তা যেন আগুনে ঝলসাচ্ছে। মাথার উপর প্রখর রোদ, আর চারপাশের ধোঁয়া, গাড়ির হর্ন আর ধুলো, এই পরিবেশের মধ্য দিয়ে কাজ চালিয়ে যেতে হয় ট্রাফিক পুলিশদের। আর তাদের জন্য এই বড়সড় পদক্ষেপ নিঃসন্দেহে আশার আলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment