নিত্য নতুন সংস্থা এসে স্মার্টফোনের দুনিয়াকে আমূল বদলে দিয়েছে। এতে যে শুধু গ্রাহকদের অভিজ্ঞতার ক্ষেত্রে পরিবর্তন এসেছে তাই নয়, প্রস্তুতকারক সংস্থাগুলিও আরও কড়া প্রতিযোগিতার মুখে পড়ছে। একসময় অ্যাপল, স্যামসাং, সোনি সহ নির্দিষ্ট কতগুলি সংস্থার আধিপত্য ছিল স্মার্টফোনের বাজারে।
কিন্তু বর্তমানে দামের ভিত্তিতে স্মার্টফোন গ্রাহকদের বিভিন্ন ক্যাটাগরি হয়ে যাওয়া এবং সেই অনুযায়ী বিভিন্ন সংস্থা বাজারে প্রবেশ করায় বড় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে বাজারে ইতিমধ্যেই নাম করে যাওয়া স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে। শুধু তাই নয়, ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারেও বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। আর এই প্রতিযোগিতায় টিকতে না পেরেই এবার স্মার্টফোন তৈরির ব্যবসা থেকে বেরিয়ে আসার মুখে চিনের বিখ্যাত প্রযুক্তি সংস্থা মেইজু (Meizu)।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন প্রতিযোগীদের সঙ্গে পাল্লায় পেরে না উঠে মেইজু স্মার্টফোন তৈরি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চলেছে। বদলে তারা ফোকাস করবে AI ব্যবসায়। উল্লেখ্য এক সময় চিনের স্মার্টফোন তৈরির বাজারে বড় অংশীদারিত্ব ছিল মেইজু’র। কিন্তু বর্তমান সময়ে রাজত্ব করা কোম্পানিগুলো চলে আসায় তাদের সেই একাধিকত্ব ধাক্কা খায়।
তারপরেও নতুন নতুন স্মার্টফোন এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেইজু’র সেই প্রচেষ্টা সফল হয়নি। তবে এই জল্পনার মধ্যেই Meizu 21 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারের লঞ্চ হতে চলেছে। আগামী ২৯ ফেব্রুয়ারি স্মার্টফোনটি চিনের বাজারে আত্মপ্রকাশ করবে। অনেকের ধারণা, এটাই মেইজুর শেষ স্মার্টফোন হতে পারে। এরপর তারা হয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে সম্পূর্ণ ফোকাস করবে। যদিও এই বিষয়ে নিশ্চিত করে এখনও পর্যন্ত মেইজু কিছু জানায়নি।
Meizu 21 Pro হ্যান্ডসেটের ফিচার্স কী কী?
Meizu 21 Pro হ্যান্ডসেটের ফিচার্স সম্বন্ধে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন টেক বিশেষজ্ঞ এই বিষয়ে যা জানিয়েছেন তার ভিত্তিতে কতগুলো বিষয় আমরা তুলে ধরলাম-
(1) Meizu 21 Pro হ্যান্ডসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহৃত হচ্ছে।
(2) Meizu 21 Pro হ্যান্ডসেটে আন্ডার-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ ৬.৭ ইঞ্চির 2K AMOLED প্যানেল থাকতে পারে।
(3) ব্যাটারি 4,800 mAh, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হচ্ছে।
(4) ফটোগ্রাফির জন্য পিছনে 50 MP প্রাইমারি ক্যামেরা, 12 MP-এর আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 8 MP টেলিফটো লেন্স থাকবে৷ আর ফোনের সামনে একটি 40 MP সেলফি ক্যামেরা থাকছে।
(5) সাম্প্রতিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মত Meizu 21 Pro-তেও বহু AI ফিচার থাকার সম্ভাবনা প্রবল।
Meizu 21 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের দাম কত হবে?
Meizu 21 Pro হ্যান্ডসেটের দাম কত হচ্ছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে অনুমান করা হচ্ছে, ৬,০০০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭০,৩০০ টাকা দাম হতে পারে এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১০,৫৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?
👉 মার্চ মাস পড়তেই এত টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
👉 এই গ্রামে থাকলে নগদ ১৫ লাখ টাকা পাবেন! সেইসাথে ফ্রি গাড়ি, বাড়ি ও চাকরি
👉 মার্চ মাসে এই ১৪ দিন ব্যাঙ্কে গিয়েও লাভ নেই! ব্যাঙ্কের দরজায় থাকবে বড় বড় তালা
👉 লটারির থেকে কম নয়! আবাস যোজনা নিয়ে বাংলার মানুষদের জন্য খুশির খবর