These panchayat facilities will be available on WhatsApp save the number
WhatsApp Group Join Now

গত শুক্রবার ধন্যধান্য অডিটোরিয়ামে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল রাজ্য সরকার। স্মার্ট পঞ্চায়েত (Smart Panchayat 2.0) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে দুর্দান্ত সমস্ত সুবিধা পাবেন। কোন বিষয়ে? কী কী সুবিধা? পুরো প্রতিবেদনটি পড়লেই বুঝতে পারবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে পঞ্চায়েতের কী কী সুবিধা পাবেন?

নিম্নলিখিত, যাবতীয় পঞ্চায়েতের পরিষেবাগুলো সাধারণ মানুষের মুঠোয় থাকবে।

১) কোথাও বাড়ি তৈরির অনুমোদন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

২) ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট বা ট্রেড NOC ডাউনলোড করতে পারবেন।

৩) কোথাও যাওয়ার জন্য গেস্ট হাউস বুকিং করতে পারবেন।

WhatsApp Group Join Now

৪) পঞ্চায়েত টুরিজম পোর্টালের আওতায় বুকিং বাতিল সংক্রান্ত মেসেজ করার সুবিধা, এমনকি অভিযোগ জানানোরও সুযোগ দেওয়া হবে। (এখনও হয়নি)

৫) সুবিধা ও কমপ্লেন অ্যাকশন নেওয়া হয়েছে, এমন রিপোর্ট দেখার সুবিধাও যুক্ত করা হবে। (এখনও হয়নি)

৬) পঞ্চায়েত কর্মীরাও এই চ্যাটবট থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ মেসেজ, যেমন – পে স্লিপ, বার্ষিক বেতন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন।

গ্রামীণ এলাকার মানুষকে বিশেষ সুবিধা এবং পর্যাপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, দারুণ ব্যবস্থা নিয়েছে সরকার। এবার স্মার্ট হবে গ্রাম পঞ্চায়েতও।

ইন্টারনেট সম্বল করে স্মার্ট পঞ্চায়েত গড়ার জন্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর একটি অনলাইন পরিষেবা চালু করেছে। নাম স্মার্ট পঞ্চায়েত 2.0। এটি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট।

আরো পড়ুন: ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ তো পাবেনই, সেইসাথে ১৮,০০০ টাকার ভর্তুকি! এইভাবে সুযোগ কাজে লাগান

নিম্নলিখিত ফোন নম্বর ব্যবহার করে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। এরপরেই হাতে আসবে একগুচ্ছ সুবিধা।

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে শেয়ার করা নম্বরটি হল: 6291265854.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *