নতুন মাস মানেই নতুন পরিকল্পনা শুরু হয়। আর সেই পরিকল্পনা করতে গেলে আগে থেকে জানতে হবে ছুটির তালিকা। মার্চ মাসেও রয়েছে একাধিক ছুটি, যা পড়ুয়া থেকে শুরু করে সরকারি, বেসরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর বয়ে নিয়ে আসছে। দোল পূর্ণিমা, হোলি থেকে ঈদ, এবারের মার্চ মাসে ছুটি কাটানোর এক দারুন সুযোগ অপেক্ষা করছে সবার জন্য।
মার্চ মাসের গুরুত্বপূর্ণ ছুটির দিন
মার্চ মাসের প্রথম দিকে তেমন একটা ছুটি না থাকলেও মাসের দ্বিতীয় ভাগে একের পর এক ছুটি পড়ছে। মার্চ মাসের ছুটির তালিকা যদি আমরা খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো-
- ১৩ই মার্চ, বৃহস্পতিবার দোলযাত্রা উপলক্ষে ছুটি থাকবে।
- ১৪ই মার্চ, শুক্রবার হোলি উপলক্ষে ছুটি থাকবে।
- ১৬ ও ২২শে মার্চ, রবিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকবে।
- ২৮শে মার্চ, শুক্রবার জামাত উল বিদা উপলক্ষে ছুটি থাকবে।
- ৩০শে মার্চ, রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
- ৩১শে মার্চ, সোমবার ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি থাকবে।
- এছাড়া ১লা এপ্রিল, মঙ্গলবার ঈদ উপলক্ষে ছুটি থাকবে।
আরও পড়ুন: বেকারদের জন্যে দারুণ খবর! কেন্দ্র সরকার বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে, সাথে ৬০ হাজার টাকা
একটানা ছুটির সুযোগ
এবারের ছুটির মূল বৈশিষ্ট্য হল অনেকগুলি ছুটির জন্যে পরপর একটানা বিশ্রাম নেওয়ার সুযোগ থাকবে। দোলযাত্রা, হোলির ছুটির সঙ্গে শনিবার এবং রবিবার মিলিয়ে টানা তিন দিন একসঙ্গে ছুটি পেতে চলেছে অনেকেই। আবার মার্চ মাসের শেষের দিকে ঈদ উপলক্ষে ৩১শে মার্চ এবং ১লা এপ্রিল ছুটি থাকার ফলে ফের ৩ দিনের ছুটি উপভোগ করা যাবে।
একটানা ছুটি পেলে অনেকে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার সেই সুযোগ পুরোপুরি হাতছাড়া না করাই ভালো। বিশেষ করে বসন্তের এই সময় পাহাড় কিংবা সমুদ্রে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়। তাই কাজের চাপে যারা অনেকদিন কোথাও বের হতে পারেননি, তারা এবার ছুটিগুলোকে কাজে লাগিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে ছুটি উপভোগ করতে পারেন।