২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার মধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য বড়দিনের উপহার নিয়ে এলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক বৈঠকে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন মহার্ঘ ভাতা কত হল?
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মীরা এখন থেকে ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকে সংশোধিত বেতন স্কেলে ৫৩ শতাংশ DA পাবেন। ঝাড়খণ্ড সরকার জানিয়েছে, ২০২৪ সালের ১ লা জুলাই থেকে এই পদ্ধতিতে মহার্ঘ ভাতা সকল কর্মীদের জন্য কার্যকর হবে। শুধু তাই নয়, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই সুবিধার আয়তায় আসবেন।
কর্মীদের জন্য বড় ঘোষণা
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বর্তমানে মোট ৫ লক্ষ ৩৩ হাজার ৭৩৭টি পদ রয়েছে, যার মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার ১৬ টি পদে কর্মী নিয়োজিত। এদের বেতন ভাতা বাবদ প্রতিবছর রাজ্য সরকার প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করে থাকে। এই অতিরিক্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কর্মচারীরা আরো বেশি আর্থিক সুবিধা পাবেন।
ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলি হল-
- উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ- প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান (PM-USHA) প্রকল্পের অধীনে ৯৯.৬ কোটি টাকা ব্যয়ে হাজারিবাগে বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন গ্রহণ করা হয়েছে।
- স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন- ঝাড়খণ্ডের জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বিষয়ে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (CAG) রিপোর্ট বিধানসভায় আগামী অধিবেশনে প্রেস করার জন্য মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: ফ্রির রেশন পেতে হলে ২০২৫ থেকে মানতে হবে এই সরকারি নিয়ম
কেন্দ্রী ও রাজ্যের যৌথ সিদ্ধান্ত
উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছিল। সেই পথ অনুসরণ করেই এবার ঝাড়খন্ড সরকার রাজ্যের কর্মচারীদের জন্য এই বড় ঘোষণা করল। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে সুবিধা পাবেন এটাই আশা করা যায়।