নিয়ম লঙ্ঘনের অভিযোগে পাঁচটি কো-অপারেটিভ ব্যাংকের ওপর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI। নিয়ম লঙ্ঘনের কারণেই এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানা ধার্য করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে।
এর মধ্যে দুটি ব্যাংক কর্নাটকের এবং বাকিগুলি ব্যাঙ্গালুরু, তামিলনাড়ু এবং কেরালায় অবস্থিত। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ঠিক কি কারনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।
কোন কোন ব্যাংকের উপর জরিমানা ধার্য করা হয়েছে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ম লঙ্ঘনের অভিযোগে যে ৫ টি ব্যাঙ্কের ওপর বড়সড় জরিমানা ধার্য করেছে সেগুলি হল-
- শ্রী চরণ সৌহার্দ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (বেঙ্গালুরু),
- শ্রী রঙ্গনাম কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড (তামিলনাড়ু),
- নিলাম্বুর কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড (কেরালা),
- মানাভি পাত্তানা সৌহার্দ সহাকারি ব্যাংক নিয়ামিথা (কর্ণাটক), এবং
- শ্রী মহাবলেশ্বর কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (কর্ণাটক)
রিজার্ভ ব্যাংকের শোকজ নোটিশ
নিয়ম লঙ্ঘনের ঘটনা সামনে আসতেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিটি ব্যাংকে শোকজ নোটিশ পাঠায়। নোটিশে কেন্দ্রীয় ব্যাংক জানতে চায় কেন সংশ্লিষ্ট ব্যাংকগুলি কেন্দ্রীয় নিয়ম লঙ্ঘন করল সেই বিষয়ে। ব্যাংকগুলির উপর ভিত্তি করে এবং তদন্তের পরে জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কোন কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে?
এখানে প্রত্যেকটি ব্যাংক কিছু কিছু নিয়ম লঙ্ঘন করেছে এবং সেই কারণে তাদের উপর জরিমানা ধার্য করা হয়েছে। সেই কারণগুলি হল-
শ্রী চরণ সৌহার্দ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (বেঙ্গালুরু)
এই ব্যাংকের উপর ২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কিছু ঋণ অ্যাকাউন্টকে নন-ফর্মিং অ্যাসেট হিসেবে শ্রেণীকরণে ব্যর্থ হওয়া এবং SBI-এর তুলনায় বেশি সুদের ডিপোজিট গ্রহণ এবং SFA-এর নির্দেশিকা ছাড়া ঋণ অনুমোদন করায় এই ব্যাংকের উপর জরিমানা ধার্য করা হয়েছে।
শ্রী রঙ্গনাম কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড (তামিলনাড়ু)
এই ব্যাংকের উপর ১.৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মূলত পরিচালকদের আত্মীয়-স্বজনকে ঋণ বিতরণ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ঋণ অনুমোদন করা হয়েছে এই ব্যাংকের তরফ থেকে। তাই এই জরিমানা ধার্য করা হয়েছে।
নিলাম্বুর কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড (কেরালা)
এই ব্যাংকের উপরে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। SFA-এর নির্দেশিকা অনুসরণ না করেই ঋণ অনুদান প্রদান করেছিল এই ব্যাংক। তাই এই জরিমানা ধার্য করা হয়েছে।
মানাভি পাত্তানা সৌহার্দ সহাকারি ব্যাংক নিয়ামিথা (কর্ণাটক)
এই ব্যাংকের উপর ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। SBI-এর তুলনায় বেশি সুদে ঋণ বিতরণ এবং SFA নির্দেশিকা মেনে চলেনি এই ব্যাংক। তাই এই জরিমানা ধার্য করা হয়েছে।
শ্রী মহাবলেশ্বর কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (কর্ণাটক)
এই ব্যাংকের উপর ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই ব্যাংকটিও পরিচালকদের আত্মীয়-স্বজনকে একাধিক ঋণ প্রদান করেছিল। তাই এই জরিমানা ধার্য করা হয়েছে।
RBI-এর এই পদক্ষেপের কারণ
RBI-এর এই কড়া পদক্ষেপের উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতের সুরক্ষা ও নিয়মাবলী পালন নিশ্চিত করা। রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে যে যে ব্যাংক নিয়মাবলী লঙ্ঘন করবে বা যে ব্যাংকের বিরুদ্ধে এই নিয়মগুলি মেনে না চলার বিরুদ্ধে অভিযোগ উঠবে সেই ব্যাংকের উপরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়।