কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পরেই ভারতীয় রেলের জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবারের বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৫২ লক্ষ কোটি টাকা। পাশাপাশি রেলমন্ত্রী জানিয়েছেন, ভারতে ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। এই ঘোষণায় রেলের কোটি কোটি যাত্রীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে।
রেলের জন্য বিশাল বরাদ্দ
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাম্প্রতিক একটি সভায় ঘোষণা করেছেন-
- রেলের জন্যে ২.৫২ লক্ষ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে।
- ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
- ১০০টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে।
- ১৭৫০০টি জেনারেল কোচ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
- নতুন ১০০০টি ফ্লাইওভার এবং আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করা হলে ভারতীয় রেলের নিরাপত্তা, পরিষেবা এবং যাত্রী সাচ্ছন্দ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
কী সুবিধা পাবেন যাত্রীরা?
বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই ভারতে অন্যতম আধুনিক ট্রেন হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এবার আরও ২০০টি বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যাত্রীদের সুবিধা আরও অনেক গুণ বাড়াবে। এর ফলে-
- আরো বেশি শহরের মধ্যে সরাসরি কানেক্টিভিটি করা সম্ভব হবে।
- আরামদায়ক সফর এবং আধুনিক প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে।
- ভিড়ের পরিমাণ কমাতে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
রেলমন্ত্রী জানিয়েছেন, এই নতুন বন্দে ভারত ট্রেনগুলি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই পরিষেবায় নেমে যাবে।
তৈরি হচ্ছে ১৭৫০০টি নতুন জেনারেল কোচ
রেলে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের জন্য জেনারেল ক্লাসের কোচের সংখ্যা আরো বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই ১৪০০টি নতুন জেনারেল কোচ তৈরি করা হবে এবং ২০২৫-২৬ অর্থবর্ষে আরও ২০০০টি নতুন জেনারেল কোচ তৈরি করা হবে। এই সিদ্ধান্তের ফলে স্বল্প খরচে বেশি মানুষ যাতায়াতের সুযোগ পাবে।
রেলের পরিকাঠামো উন্নয়নে প্রচুর বিনিয়োগ
সরকার রেললাইন সম্প্রসারণ, স্টেশন উন্নয়ন এবং নতুন ফ্লাইওভার নির্মাণের দিকেও জোর দিয়েছে। মোট ৪.৬ লক্ষ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। নতুন রেললাইনে স্থাপন করা হবে এবং ডবল লাইন নির্মাণ করা হবে। এছাড়া স্মার্ট স্টেশন তৈরি করা হবে ও আধুনিকীকরণ করা হবে। এই প্রকল্পগুলির লক্ষ্য আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে রেলের পরিকাঠামোকে আরো উন্নত করে তোলা।
আরও পড়ুন: নগদ কত টাকা পর্যন্ত বাড়িতে রাখতে পারবেন? এর বেশি টাকা থাকলেই জরিমানা সহ জেল হবে
১০০% বৈদ্যুতিকরণ পরিষেবা
রেলমন্ত্রী আরো জানিয়েছেন, ভারতীয় রেল চলতি অর্থবর্ষের মধ্যেই ১০০% বৈদ্যুতিকরণ করা সম্ভব হবে। ২০২৫ সালের মধ্যে ভারতীয় রেল ১.৬ বিলিয়ন টন পণ্য পরিবহনের লক্ষ্য পূরণ করবে। পণ্য পরিবহনে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক হতে চলেছে। এটি রেলের ইনকাম বৃদ্ধির পাশাপাশি ভারতের লজিস্টিক খাতেও বিশেষ ভূমিকা রাখবে।