প্রকাশিত হল দ্বিতীয় SLST পরীক্ষার দিনক্ষণ, দেখে নিন একঝলকে সময়সূচী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, বহু অনিশ্চয়তার পর দ্বিতীয় রাজ্য স্তরীয় শিক্ষক নিয়োগ পরীক্ষার (SLST Exam) সম্ভাব্য তারিখ প্রকাশিত হল। পূর্ব বর্ধমানের আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন গতকাল অর্থাৎ, ১৮ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আর সেখান থেকে জানা গিয়েছে যে, এ বছর সেপ্টেম্বর মাসেই এই বহু প্রতিক্ষিত এসএলএসটি পরীক্ষা হতে চলেছে।

কবে হবে পরীক্ষা?

এসএসসি’র তরফ থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত এবার দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর প্রথম পরীক্ষাটি হল ৭ সেপ্টেম্বর, রবিবার নবম এবং দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য। আর দ্বিতীয় পরীক্ষাটি হবে ১৪ সেপ্টেম্বর, ২০২৫ একাদশ এবং দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য।

বলে রাখি, এই এসএলএসটি পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার অনুদানপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যায়গুলিতে নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বিষয়েই দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে রাজ্যে। আর নতুন এসএলএসটি পরীক্ষা সেই প্রয়োজন মেটাতেই রাজ্য সরকারের পদক্ষেপ।

আরও পড়ুন: বদলে গেল আবেদন প্রক্রিয়া, স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেই জানুন

স্কুলগুলিতে প্রস্তুতির নির্দেশ

এই নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য রাজ্যের বিভিন্ন স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। আর সে কারণেই স্কুলগুলির প্রধান শিক্ষক এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরিকাঠামো বরাদ্দ করার জন্য অনুরোধ করা হয়েছে। এমনকি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলগুলি যেন ২৪ ঘন্টার মধ্যে তাদের হার্ডকপি জমা দেয়। 

প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই এসএসসি’র এই নিয়োগ নিয়ে সংশয় ছিল। আদালতের পর্যবেক্ষণ, অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক, সবমিলিয়ে পরীক্ষার্থীরা একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে সেই আবহ কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীরা।

Leave a Comment