Tatkal Passport Apply: যদি আপনার খুব দ্রুত পাসপোর্ট প্রয়োজন হয় তাহলে বাড়িতে বসেই আপনি তৎকাল পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এই তৎকাল পাসপোর্ট বানানোর সুবিধা করে দিয়েছে।
তবে এই পাসপোর্ট বানানোর জন্য সাধারণ পাসপোর্ট এর থেকে বেশি টাকার প্রয়োজন হবে। আপনি যদি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তৎকাল পাসপোর্ট এর জন্য আবেদন করতে চান তাহলে এই পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে ধারণা থাকা জরুরী।
আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব বাড়িতে বসে তৎকাল পাসপোর্ট কিভাবে বানাবেন, কি কি ডকুমেন্টস দরকার, কতদিন লাগবে পাসপোর্ট বানাতে এবং কারা কারা এই পাসপোর্ট বানাতে পারবে না ইত্যাদি বিষয়গুলি। তাই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
তৎকাল পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা
তৎকাল পাসপোর্ট বানাতে নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন-
(1) পিভিসি আধার কার্ড, যেটি ডিজিটাল সাইন করা থাকতে হবে,
(2) প্যান কার্ড,
(3) যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান দেখে ইস্যু করার শিক্ষার্থী পরিচয়পত্র,
(4) জন্মনিবন্ধন শংসাপত্র,
(5) রেশন কার্ড,
(6) পুনর্নবীকরণের জন্য সর্বশেষ পাসপোর্ট,
(7) ভোটার আইডি কার্ড,
(8) কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC),
(9) অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত ডকুমেন্ট,
(10) সরকার বা সরকারি সংস্থার দ্বারা ইস্যু করা ফটো আইডি কার্ড
যে ক্ষেত্রে তৎকাল পাসপোর্ট ইস্যু করা যাবে না
কিছু কিছু ক্ষেত্রে তৎকাল পাসপোর্ট ইস্যু করা যাবে না। সেগুলো নিচে আলোচনা করা হলো-
(1) নামের পরিবর্তন করার ক্ষেত্রে তৎকাল পাসপোর্ট ইস্যু করা যাবে না।
(2) আবেদনকারীর বর্তমান ঠিকানা RPO-এর আয়তায় না পড়লে তৎকাল পাসপোর্ট হবে না।
(3) বিচ্ছিন্ন অভিভাবকের সন্তান হলে সে তৎকাল পাসপোর্ট ইস্যু করতে পারবে না।
(4) আবেদনকারীর বিরুদ্ধে যদি কোন অপরাধমূলক মামলা থাকে তাহলে সে আবেদন করতে পারবে না।
আরও পড়ুন: লক্ষ্মীপুজো হয়ে গেল! এবার কেউ ১৮,০০০ কেউ ১২,০০০ টাকা পাবে, আপনি পাবেন কী দেখুন
(5) যদি আবেদনকারীর বারবার পাসপোর্ট হারিয়ে থাকে তাহলে সে আবেদনের অযোগ্য।
(6) যে সমস্ত আবেদনকারীকে ভারত সরকার দ্বারা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে না।
(7) এছাড়া নাগাল্যান্ড বা জম্মু-কাশ্মীরের বাসিন্দারা তৎকাল পাসপোর্ট ইস্যু করতে পারবে না।