এমন একটা সময় ছিল, যখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ছোট্ট গাড়িটি। হ্যাঁ, টাটা ন্যানো, মাত্র ১ লক্ষ টাকার সেই গাড়িটি যেন মধ্যবিত্তের স্বপ্নপূরণের প্রতীক হয়ে উঠেছিল। আর সেই স্বপ্নে আবারো রং মেশাতে চলেছে টাটা মোটরস। তবে এবার আধুনিকতার ছোঁয়ায়। হ্যাঁ, এবার আসছে টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ি।
পুরনো ন্যানো নতুন চেহারায়
যেখানে গোটা দুনিয়া জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব গাড়ির দিকে ছুটছে, সেখানে টাটা ন্যানো এবার ইলেকট্রিক বিকল্পে গাড়ি বাজারে নিয়ে আসছে। জানা যাচ্ছে, এই গাড়িটি আধুনিক সব ফিচার দিয়ে তৈরি করা হচ্ছে এবং এর দাম রাখা হতে পারে মোটামুটি ৫ লক্ষ টাকার আশেপাশে। এক কথায় যারা বাজেটের মধ্যে ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য হতে পারে সেরা বিকল্প।
কী কী বৈশিষ্ট্য থাকতে পারে গাড়িটিতে?
গাড়িটিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকবে এবং ছোট গাড়িতে প্রচুর ফিচার থাকবে। হ্যাঁ, এই গাড়িটি একবার চার্জ দিলেই প্রায় ৩১৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা শহরবাসীর জন্য পুরো পারফেক্ট। থাকতে পারে সাত ইঞ্চির একটি ইনফোটাইনমেন্ট টাচ স্ক্রিন ডিসপ্লে, যা অ্যান্ড্রয়েড ও ios সাপোর্ট করবে।
এছাড়া সঙ্গীতপ্রেমীদের জন্য ৬ স্পিকার সাউন্ড সিস্টেম থাকছে এবং অন্যান্য ফিচার হিসেবে থাকছে ব্লুটুথ ও ইন্টারনেট কানেক্টিভিটি। এছাড়া থাকছে পাওয়ার স্টেয়ারিং ও পাওয়ার উইন্ডো, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লুকিং, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং এসির সুবিধা।
সুরক্ষার ফিচারে নজর কাড়ছে
সোশ্যাল মিডিয়ার বেশ কিছু তথ্য মারফত জানা যাচ্ছে, নতুন এই ন্যানোতে এয়ারব্যাগের মতো সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হতে পারে। যদিও টাটা সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
দাম কত হতে পারে?
এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে যে, এই গাড়ির দাম কত হতে পারে। আসলে এই গাড়ির দামে রয়েছে বড় চমক। বর্তমানে বাজারে যেখানে ইলেকট্রিক গাড়িগুলি ৮ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, সেখানে এই গাড়ির দাম হতে পারে মাত্র ৫ লক্ষ টাকার মধ্যে। এমনকি কোম্পানি শুরুতে কিছু অফারও দিতে পারে। তাই যারা কম খরচে সেরা ইলেকট্রিক গাড়ি কিনতে চায়, তাদের জন্য টাটা ন্যানো হতে পারে সেরা বিকল্প।