Syllabus of Kolkata Police Constable
WhatsApp Group Join Now

কোলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রতিবছরই নিয়োগ করা হয়। কোলকাতার কনস্টেবল পদে পরীক্ষার জন্য পুলিশ রিকুটমেন্ট বোর্ড সিলেবাস ঠিক করে।

আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোলকাতা কনস্টেবল পুলিশের বিস্তারিত সিলেবাস সম্পর্কে। তাই চলুন দেখে নিই পুরো বিস্তারিত সিলেবাস সম্পর্কে।

পরীক্ষার পদ্ধতিঃ

  • কলকাতা কনস্টেবল পুলিশের প্রিলি পরীক্ষা অফলাইনে
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, যথা- বাংলা ও নেপালি।

প্রিলিমিনারি পরীক্ষাঃ

  • কলকাতা কনস্টেবল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ১০০ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর (১/৪) কাটা যাবে।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

বিষয়নম্বর
সাধারণ জ্ঞান (General Awareness and General Knowledge)40
গণিত (Elementary Mathematics-Madhyamik standard)30
Reasoning (GI)30
মোট100

মেইন পরীক্ষাঃ

  • কলকাতা কনস্টেবল পুলিশের মেইন পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ৮৫ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর (১/৪) কাটা যাবে।

মেইন পরীক্ষার সিলেবাস

বিষয়নম্বর
সাধারণ জ্ঞান (General Awareness and General Knowledge)25
ইংরেজি (English)10
গণিত (Elementary Mathematics-Madhyamik standard)25
Reasoning (GI)25
মোট85

এই ধরনের পোষ্ট সবার আগে পেতে আমাদের নীচে দেওয়া টেলিগ্রাম চ্যানেল ও হোয়াট অ্যাপ গ্রুপ এর সাথে যুক্ত থাকুন।

টেলিগ্রাম চ্যানেলJoint Telegram Channel- Click
হোয়াট অ্যাপ গ্রুপJoint WhatsApp Group- Click

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *