Swiggy-Zomato ডেলিভারি বয়েরাও পাবেন সরকারি সুবিধা, নতুন বাজেটে কী কী ঘোষণা করল কেন্দ্র?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে গিগ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার থেকে দেশের ১ কোটি গিগ কর্মীরা ই=শ্রম পোর্টালে নাম নিবন্ধন করতে পারবেন এবং তাদের জন্য স্বাস্থ্য বীমা ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হবে। 

শুধুমাত্র তাই নয়, ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ, ইউপিআই লিংক ক্রেডিট কার্ড এবং জীবনযাত্রার মান আরো উন্নয়নের সুবিধা পাবে এই সমস্ত কর্মীরা। 

গিগ কর্মীদের জন্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ

  • সমস্ত গিগ কর্মীকে দেওয়া হবে ইউনিক আইডেন্টিটি কার্ড।
  • ই-শ্রম পোর্টালে নাম নিবন্ধন করা বাধ্যতামূলক করা হবে।
  • প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আয়তায় স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করা হবে প্রত্যেক গিগ কর্মীদের।
  • সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে এই কর্মীদের। 
  • গিগ কর্মীদের জন্য ঋণ সুবিধা আরও সহজতর করা হবে।

এই নতুন পদক্ষেপের ফলে দেশের প্রায় এক কোটি গিগ কর্মী সরাসরি উপকৃত হবেন এবং তাদের কাজের নিরাপত্তা আরো সুরক্ষিত হবে।

গিগ কর্মী কারা এবং কেন এই ঘোষণা গুরুত্বপূর্ণ?

গিগ অর্থনীতি হলে এমন একটি কর্মসংস্থান ব্যবস্থা, যেখানে স্বাধীনভাবে চুক্তিভিত্তিক কাজ করা যায়। যেমন-

  • Swiggy, Zomato, Blinkit, Zepto-র মতো সংস্থার ডেলিভারি বয়রা গিগ কর্মী হিসেবে পরিচিত। 
  • ফ্রিল্যান্স ডিজাইনার, কনটেন্ট রাইটার, ক্যাব চালক, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান প্রভৃতি কর্মীরা গিগ কর্মী হিসেবে পরিচিত।

বর্তমানে ভারতে ২০ মিলিয়নের বেশি গিগ কর্মী রয়েছে এবং ২০২১ সালে এই সংখ্যা ছিল মাত্র ৭.৭ মিলিয়ন। এই কর্মীরা নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী নন। ফলে তারা কোন সামাজিক সুরক্ষা বা সরকারি সুবিধা পান না। কিন্তু নতুন বাজেট অনুযায়ী তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: TRAI-এর নয়া নিয়মে গ্রাহকদের জন্য সুখবর, Airtel ও Jio-এর প্ল্যানের দাম কমল

গিগ কর্মীদের জন্য নতুন সুবিধা

  • কর্মীদের জন্য প্রধানমন্ত্রী জন্য আরোগ্য যোজনার আয়তায় স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হবে, যা তাদের চিকিৎসার খরচ বহন করতে সাহায্য করবে। 
  • গিগ কর্মীদের জন্য ই-শ্রম পোর্টালে অনলাইনে নাম নিবন্ধন করা বাধ্যতামূলক করা হবে। এটি এক ধরনের ওয়ান স্টপ সলিউশন, যার মাধ্যমে তারা সরাসরি সরকারি সুবিধা গ্রহণ করতে পারবে। 
  • গিগ কর্মীদের ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করা হয়েছে। ৩০ হাজার টাকার বীমা সহ ইউপিআই লিংক ক্রেডিট কার্ড দেওয়া হবে তাদের। 
  • শহরাঞ্চলের কর্মরত গিগ কর্মীদের জীবনযাত্রার মানকে উন্নত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে গিগ কর্মীদের জন্য এই সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য বীমা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি তাদের কর্মসংস্থানের নিরাপত্তা বাড়িয়ে তুলবে এবং ভবিষ্যৎ কারো সুরক্ষিত করবে।

Leave a Comment