রাজ্যের স্কুলগুলিতে আগেভাগেই গরমের ছুটি পড়ে গেল, দেখে নিন নতুন তারিখ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্যবাসী। দিনের পর দিন তাপমাত্রা যেন বেড়ে চলেছে। একেবারে ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে পারদ। রাস্তাঘাটে রীতিমত বিরক্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সেই কারণেই রাজ্যের স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে রাজ্য সরকার গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) এগিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, রাজ্য সরকার এই সিদ্ধান্ত জানিয়ে একটি নয়া বিজ্ঞপ্তি জারি করেছে।

কী বলছে সরকার?

পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এবার ছুটির দিন আগেভাগেই ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছে। মূলত রাজ্যের জেলায় জেলায় তীব্র দাবদাহের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

কবে থেকে ছুটি?

পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল ২রা মে, ২০২৫ থেকে। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, এবার ছুটি শুরু হবে ৩০শে এপ্রিল, ২০২৫ বুধবার থেকে। আর এই ছুটির সিদ্ধান্ত সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পনসরড প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র বেসিক স্কুল ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: ডিজিটাল লেনদেনে বড়সড় পরিবর্তন! নয়া নিয়ম চালু করলো RBI

পাহাড়ি স্কুলগুলিতে আগের ছুটি বজায় থাকছে

তবে জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেখানকার স্কুলগুলিতে আগের সূচি অনুযায়ী ছুটি পড়বে। যতক্ষণ না নতুন কোন নির্দেশিকা জারি হচ্ছে।

গরমের ছুটি কিছুটা আগে পাওয়ায় পড়ুয়াদের যেমন একদিকে স্বস্তি এসেছে, ঠিক তেমনি এই সিদ্ধান্তে কিছুটা হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবকরা। তবে পড়াশোনার যাতে কোনরকম ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখছে স্কুল কর্তৃপক্ষ। এই মুহূর্তে গরম থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা সব থেকে জরুরী। স্কুল বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের উচিত ঘরের মধ্যেই পড়াশোনা চালিয়ে যাওয়া এবং রোদ্দুরের মধ্যে বাইরে না বেরোনো

Leave a Comment