কথা রাখল রাজ্য সরকার, সুভদ্রা যোজনার প্রথম কিস্তির ৫ হাজার টাকা মহিলাদের ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হলো। গত বুধবার অর্থাৎ ১০ অক্টোবর মোট ১৭৫০ কোটি টাকা রাজ্যের ৩৫ লাখ মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে মহিলা কেন্দ্রিক প্রকল্প ‘সুভদ্র যোজনা’ রাজ্যের মহিলাদের জন্য শুরু করেছিলেন। প্রথম পর্যায়ে প্রায় ২৫ লাখ মহিলা প্রত্যেকে ৫,০০০ করে টাকা পেয়েছিল যেখানে মোট উপভোক্তার সংখ্যা ৬০ লাখ।
ভোটের আগের দেওয়া কথা রাখলো সরকার
সম্প্রতি ওড়িশা রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। নির্বাচনের আগে বিজেপি সরকার রাজ্যের মহিলাদের বছরে ১০,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই ১০ হাজার টাকা বছরে দুবার ৫০০০ করে দুই কিস্তিতে দেওয়া হবে তাও জানানো হয়েছিল। ভোটে জিতে বিজেপি সরকার তাদের এই কথায় রাখল।
ওড়িশা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন যে, ইতিমধ্যে রাজ্যের ১ কোটি ২০ লাখ মহিলা এই সুভদ্রা যোজনার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এই যোজনা মূলত মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্যই নিয়ে আসা হয়েছে।
সুভদ্র যোজনার ডিটেলস
- সুভদ্র যোজনার অধীনে যোগ্য মহিলারা বছরে ১০,০০০ টাকা করে পাবে।
- এই ১০ হাজার টাকা মূলত দুই কিস্তিতে দেওয়া হবে।
- ৫,০০০ টাকার দুটি কিস্তিতে মহিলারা টাকা পাবে।
- এই প্রকল্পের সুবিধা আগামী ৫ বছর অর্থাৎ ২০২৮-২৯ সাল পর্যন্ত চালু থাকবে।
- পাঁচ বছরে এক এক জন মহিলা মোট ৫০,০০০ টাকা পাবে। এর জন্য রাজ্য সরকারের মোট ৫৫,৮২৫ কোটি টাকা খরচ হবে।
সুভদ্রা যোজনার স্ট্যাটাস চেক
সুভদ্র যোজনার অধীনে মহিলারা টাকা পাবে কিনা অথবা তারা যোগ্য কিনা তা নিম্নলিখিত উপায়ে জানা যাবে-
(১) সুভদ্র যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
(২) এরপর “Beneficiary List” অপশনে সিলেক্ট করতে হবে।
(৩) এখানে উপভোক্তার জেলা, তেহসিল, গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড দিতে হবে।
(৪) এবার উপভোক্তার ডিটেইলস লিস্টের আকারে শো করবে।
আরও পড়ুনঃ পুজোর আনন্দের মাঝে খারাপ খবর, এইসব সরকারি কর্মীদের জন্য
যে সমস্ত মহিলারা সুভদ্রা যোজনার প্রথম কিস্তির টাকা পায়নি, তারা ৭ অক্টোবরের সফলভাবে আবেদন করার পর দ্বিতীয় পর্যায়ে টাকা পেয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে এই টাকা না ঢোকার কারণ ছিল তাদের আবেদন গ্রহণে দেরি হয়েছিল।